বাংলাহান্ট ডেস্ক : জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে আজ থেকে। বিগত কয়েকবছরে আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। ৮ থেকে ৮০, আইপিএল ভক্ত গোটা বিশ্ব জুড়ে। আইপিএল উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও।
ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এই প্ল্যান চালু করেছে মুকেশ আম্বানির সংস্থা। এর আগেও আইপিএল উপলক্ষে একাধিক প্ল্যান লঞ্চ করেছে জিও। ৪৯ টাকার প্ল্যানটি মূলত একটি ডেটা ভাউচার। নির্দিষ্ট কোটা পর্যন্ত এই রিচার্জে গ্রাহকরা হাই স্পিড ইন্টারনেট পাবেন। কোটা সম্পূর্ণ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪ Kbps এ নেমে আসবে।
আরোও পড়ুন : ইংরেজিতে কথা বলেই মহাবিপাকে! ফের ট্রোলড হলেন শুভশ্রী, ঠিক যা যা শুনতে হল নায়িকাকে…
২৫ জিবি ডেটা পাওয়া যাবে এই ৪৯ টাকার ভাউচারে। এটা যেহেতু একটি ডেটা অ্যাড অন প্ল্যান, তাই গ্রাহকের একটি বেস প্ল্যান থাকা দরকার এই রিচার্জের সুবিধা পাওয়ার জন্য। অনেকদিন আগে ৪৯ টাকার একটি ডেটা অ্যাড অন প্ল্যান লঞ্চ করেছে airtel। তবে এয়ারটেল গ্রাহকদের ৪৯ টাকার ভাউচারে দিয়ে থাকে ২০ জিবি ডেটা।
কিন্তু রিলায়েন্স জিও ৪৯ টাকার রিচার্জে দিচ্ছে ২৫ জিবির ডেটা। আইপিএল উপলক্ষে বহু মানুষ খেলা দেখবেন মোবাইল ফোনে। তাই প্রয়োজন হতে পারে অতিরিক্ত ডেটার। সেইসব গ্রাহকের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও আকর্ষণীয় এই রিচার্জ ভাউচার নিয়ে এসেছে। এছাড়াও ১৫ টাকা, ১৯ টাকা, ২৫ টাকা, ২৯ টাকা, ৬১ টাকা, ১২১ টাকা, ১৮১ টাকা, ২৪১ টাকা ইত্যাদি মূল্যের ডেটা বুস্টার প্ল্যান রয়েছে জিওর।