প্রতি মাসে বেতন দেড় লক্ষ টাকা! এবার রাজ্যে এই কেন্দ্রীয় সংস্থার অধীনে চাকরির সুবর্ণ সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরিপ্রার্থীদের জন্য এল দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ। ইতিমধ্যেই রাজ্যে একটি কেন্দ্রীয় সংস্থার অধীনে শূন্যপদের পরিপ্রেক্ষিতে নিয়োগের বিষয়টি সামনে এসেছে। মূলত, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (National Mission for Clean Ganga)-য় সম্পন্ন হবে এই নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের জন্য সংস্থার ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কোন কোন পদে করা হবে নিয়োগ: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ স্টেট প্রোজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ (SPMG)-এর তরফে পেশাদার নিয়োগ করা হবে। যাদের মধ্যে থাকছে চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার, প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারের (সিভিল) মতো পদগুলি।

কাজের মেয়াদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মূলত চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মীদের নেওয়া হবে। প্রথমে ১ বছরের জন্য নেওয়া হলেও পরে প্রয়োজন অনুযায়ী তাঁদের কাজের মেয়াদ বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার পদের ইচ্ছুক প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। এদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

বেতন: এই পদগুলিতে বেতনের পরিমাণ কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। জানা গিয়েছে, চিফ টেকনিক্যাল অ্যাডভাইসার পদে বেতনের পরিমাণ হল প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা। অপরদিকে, প্রকিয়োরমেন্ট স্পেশালিস্ট পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ৭০ হাজার টাকা। এছাড়াও, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রতি মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা।

rail vikas nigam limited recruitment

কিভাবে করবেন আবেদন: আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে “হোমপেজ” থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানার জন্য প্রার্থীরা আবেদনের আগে ওই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। সেখান থেকেই অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: উল্লেখ্য যে, আগামী ৪ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর