দুই সন্তানকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জুন মালিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  ২০০৫ সালে একটি ক্রিকেট ম্যাচে প্রথম আলাপ দুজনের। তখন থেকেই বন্ধুত্বের সূত্রপাত। সেখান থেকে প্রেম। অবশেষে সেই প্রেম পরিণতি পেল বিয়ের আসরে। গতকাল অর্থাৎ শনিবার সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জুন মালিয়া।

জুনের বিয়ের প্রস্তুতির খবর আগেই পাওয়া গেছিল। প্রকাশ্যে এসেছিল পাত্রের নামও। শেষপর্যন্ত শনিবার মোমিনপুরের ওয়্যারহাউসে বসে সৌরভ-জুনের বিয়ের আসর। জুন ও সৌরভের পরিবারের সব সদস্য ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন বিয়েতে। ছিলেন জুনের দুই ছেলে-মেয়ে শিবাঙ্গিনী ও শিবেন্দ্রও। বিয়েতে জুনের পরিবারের সদস্যরা সেজেছিলেন লাল রঙের পোশাকে। জুন পরেছিলেন দেব ও নীলের ডিজাইন করা পোশাক। বর সৌরভের পরনে ছিল সাদা স্যুট। স্ত্রী ও মেয়েকে নিয়ে পরিচালক অরিন্দম শীলও উপস্থিত ছিলেন জুনের বিয়েতে।

বিয়ের কিছুদিন আগে জুন ও সৌরভ দুজনের পরিবারের তরফেই বন্ধুবান্ধবদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এছাড়াও সৌরভের বন্ধুরা আয়োজন করে এক বিশেষ পার্টির। কিন্তু জুনের জীবনসঙ্গীর সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্ক কেমন? জুন জানান, তাঁর ছেলে এখন পাইলট ও মেয়ে সহপরিচালকের কাজ করছে। তাঁরা দুজনেই সৌরভকে খুব পছন্দ করেন।

এই মুহূর্তে ছোট পর্দায় ব্যস্ত রয়েছেন জুন মালিয়া। চলছে তাঁর ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের কাজ। তাই বিয়ের জন্য মাত্র কিছুদিনের ছুটিই তিনি নিয়েছেন বলে জানা গিয়েছে। বিয়ের পর পরেই সম্ভবত তিনি কাজে ফিরবেন। ধারাবাহিকে মল্লিকার চরিত্রে অভিনয় করছেন জুন।

সম্পর্কিত খবর

X