২ টাকাই যথেষ্ট! দৌঁড়ে দৌঁড়ে পালাবে সমস্ত ইঁদুর, রক্ষা পাবে আপনার যাবতীয় জিনিস!

বাংলা হান্ট ডেস্ক: প্রায় প্রত্যেক বাড়িতেই ইঁদুরের (Rat) উৎপাত থাকবেই থাকবে। আর তাদের উৎপাতের জ্বালায় অতিষ্ট সকলেই। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বই, খাতা, জামা কাপড় সমস্ত কিছু কেটে দেয়। শুধু তাই নয়, অনেক সময় রান্নাঘরে রাখা খাবারও খেয়ে নেয় এই ছোট্ট প্রাণীগুলি। তাই সকলে বাজার থেকে বিভিন্ন রকমের কীটনাশক কিনে নিয়ে আসেন ইঁদুর তাড়ানোর জন্য। কিন্তু তাতেও কোন লাভ হয় না। আজকে জানাবো জাস্ট ২ টাকায় গোটা ইঁদুরের বংশ কিভাবে বাড়ি থেকে তাড়াবেন। হ্যাঁ ঠিক ২ টাকায়।

২ টাকায় বাড়ি থেকে তাড়াবেন ইঁদুর (Rat):

ইঁদুর (Rat) তাড়ানোর জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে থাকেন। কিন্তু তাতেও কোন লাভ হয় না। উল্টে দেখা যায় ইঁদুরের উপদ্রব বাড়তে থাকে। আর এই উপদ্রব কমাতে পকেট থেকে খরচা করুন মাত্র দু টাকা আর বাড়িতে থাকা কিছু উপাদান। তাতেই কাজ করবে।

Just spend 2 rupees get rid of rat in your house

কি কি লাগবে ইঁদুর (Rat) তাড়ানোর জন্য দেখুন: সবার প্রথমে লাগবে একটি ছোট রুমাল, ছোট বাটি, দেড় চামচ আটা, দু টুকরো কর্পূর, লাল লঙ্কার গুঁড়ো এবং একটি ২ টাকার শ্যাম্পুর পাতা। এই কয়েকটি উপাদানই যথেষ্ট ইঁদুর তাড়ানোর জন্য। তবে সবকটি উপাদানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলেই কাজ করবে।

আরও পড়ুনঃ একধাক্কায় ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা! নতুন বছর পড়তেই জাঁকিয়ে শীত? আবহাওয়ার আগাম খবর

এগুলিকে এই বিশেষ উপায় ব্যবহার করুন: একটি বাটিতে প্রথমে আটা, লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতোটুকু কাজ হয়ে গেলে, এরপর তাতে শ্যাম্পু দিয়ে দেবেন। শ্যাম্পু দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে ওই রুমালটি ছড়িয়ে নিয়ে ব্রাশের সাহায্যে আটার মিশ্রণটি লাগান। তারপর কর্পূর গুঁড়ো করে কাপড়ে ছিটিয়ে দিন। ওই কাপড়টিকে নিয়ে ইঁদুররা (Rat) যেখানে থাকে ঠিক সেই জায়গায় রেখে দিন।

আরও পড়ুনঃ  নীতীশের সেঞ্চুরিতে তৈরি হল ইতিহাস! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন দুর্ধর্ষ নজির

দেখবেন ইঁদুররা (Rat) ওই গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে খেতে আসবে। আর খাওয়ার পর মুখে জ্বালা হতেই আপনার ঘর থেকে তেড়েফুঁড়ে পালাবে। শুধু একটি উপায় নয় আরো কিছু টোটকা ব্যবহার করতে পারেন ইঁদুর তাড়ানোর জন্য। বাড়িতে ফিটকিরি থাকলে তা গুঁড়ো করে ওদের গর্তের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। বলা হয় ফিটকিরির গন্ধ নাকি সহ্য করতে পারে না ইঁদুররা। ফলে এই গন্ধর চটে পালিয়ে যায়।

Just spend 2 rupees get rid of rat in your house

শুধু তাই নয় অনেকে বলেন, পেঁয়াজের ঝাঁঝালো গন্ধও নাকি সহ্য করতে পারেনা এই ছোট্ট প্রাণীগুলি। গর্তের সামনে এক টুকরো পেঁয়াজ রেখে দিলেই ঘর থেকে পালিয়ে যাবে সমস্ত ইঁদুর (Rat)। যদিও এগুলো সব ঘরোয়া টোটকা। আপনিও প্রয়োগ করতে পারেন। এতে করে ইঁদুরের উপদ্রবের হাত থেকে বেঁচে যাবেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর