‘১৮ অক্টোবরের মধ্যে…’, স্বমহিমায় বিচারপতি গঙ্গোপাধ্যায়! এবার দিলেন CID তদন্তের নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশে ভরসা নেই। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন‌্‌কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বিচারপতির সাফ নির্দেশ, সুনন্দা গোয়েন্কাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। চাইলে হেফাজতেও নিতে পারবে।

কোন মামলায় নির্দেশ? ৫ বছর আগে ২০১৮ সালে ওই কলেজেরই গভর্নিং বডি’‌র এক প্রাক্তন সদস্য নীল বসু অধ্যক্ষ সুনন্দার বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয়। পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ হয়।

   

এদিকে সম্প্রতি যোগেশচন্দ্র চৌধুরী ল’‌ কলেজ নিয়ে আরও একটি মামলা করেন কলেজেরই কয়েকজন প্রাক্তন ছাত্র। যেই মামলার শুনানি চলাকালীন পুরনো মামলার বিষয়টি উত্থাপন করেন নীল বসু। এরপরই এই মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন‌্‌কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: রেডি রাখুন ছাতা! একটু পরেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আপডেট দিল আবহাওয়া দপ্তর

বিচারপতির নির্দেশ, আগামী ১৮ অক্টোবর তদন্তের প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিআইডিকে। এই মামলাতেই প্রথমে সিবিআই তদন্তের উল্লেখ করেছিলেন বিচারপতি। পরে বৃহস্পতিবারের শুনানিতে তিনি বলেন, ‘‘এটা স্থানীয় মামলা, তাই সিআইডি তদন্ত উপযুক্ত।’’ সিআইডি তদন্ত দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এদিন ধন্যবাদ জানান রাজ্যের দুই আইনজীবী।

high court

প্রসঙ্গত, সম্প্রতি যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েন্কাকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বুধবার সেই রায় খারিজ করে দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ (Division Bench)। তবে এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসেই হবে বলেই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর