চাকরি চাইতে এসে বিপাকে! পাল্টা ৫০ হাজার টাকা জরিমানা করলেন বিচাপতি গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : সময় যত এগোচ্ছে শিক্ষক নিয়োগ (Teacher’s Recruitment) দুর্নীতির (Scam) মামলায় একের পর এক চাকরিপ্রার্থীরা এসে তাদের ন্যায্য চাকরির দাবি জানাচ্ছেন। এবার সেই তালিকায় আরোও একটি নতুন নাম যুক্ত হল। এসএসসি (School Service Commission) নবম–দশমে নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রীতি নার্জিনারি নামে জলপাইগুড়ির এক বাসিন্দা। কিন্তু শুক্রবার চাকরির দাবি নিয়ে আদালতে আসতেই রীতিমতো বিপাকে পড়তে হল জলপাইগুড়ির (Jalpaiguri) প্রীতিকে।

জানা গেছে, শুক্রবার একটি মামলার শুনানি চলছিল বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে। সেই সময় মহামান্য বিচারপতিকে প্রীতি সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রিয়াঙ্কা সাউ নিয়োগ পেলে তিনিও নিয়োগ পাওয়ার যোগ্য কারণ তিনি নাকি প্রিয়াঙ্কা সাউয়ের থেকেও বেশি নম্বর পেয়েছেন। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে শুনানির চলার পর মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয় প্রিয়াঙ্কাকে।

কিন্তু প্রিয়াঙ্কা চাকরি পাওয়ার পরেই প্রীতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে দাবি করেন ওই চাকরির দাবিদার তিনি। কিন্তু বিচারপতি তার আবেদনে বিশেষ গুরুত্ব দেননি। বরং তিনি প্রীতি আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছিলেন। এরপরেই শুক্রবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করে চাকরির দাবি জানান তিনি।

ssc 1

এরপর শুক্রবার দিন প্রীতির দাবি শুনে বিচারপতি ভীষণ ভাবেই ক্ষুব্ধ হন। সূত্রের খবর, তিনি সেদিন প্রীতির করা মামলার উপর নজর তো রাখেনই নি, বরং আদালতের তরফে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। বিচারপতি নির্দেশ দেন, আগামী তিন সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে টাকাটা জমা দিতে হবে প্রীতিকে।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর