এবার বিস্ফোরক ‘কালীঘাটের কাকু’! এমন অভিযোগ আনলেন শুনে হতবাক ED

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। চৰ্চার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। আর সেই কাকুই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সরব। অভিযোগ স্বীকার করানোর জন‌্য চাপ দিচ্ছে ইডি (Enforcement Directorate)। নিজের আইনজীবী মারফত আদালতকে জানালেন সুজয়কৃষ্ণ ভদ্র।

তাকে জেরা সময় আদালতে তার আইনজীবীকে উপস্থিত থাকার জন্য আবেদনও জানিয়েছেন ‘কালীঘাটের কাকু’। সোমবার দক্ষিণ কলকাতার এই ব্যবসায়ীর আইনজীবীরা ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে আবেদন করে বলেন, ইডি আধিকারিকরা তাদের মক্কেলের উপর চাপ সৃষ্টি করছে, যেটা অসাংবিধানিক।

আইনজীবীদের দাবি, যাতে সুজয়কৃষ্ণ নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নেয় সেজন্য গোয়েন্দারা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। তাই তাকে জেরা করার সময় যাতে অভিযুক্তর আইনজীবীরা উপস্থিত থাকতে পারেন, সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলাতেই এ বছর প্রথম দিকে ইডির হাতে গ্রেফতার হন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। আর কিছুদিন আগে এই কুন্তলের মুখেও উঠে এসেছিল একই অভিযোগ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। কুন্তল তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে।

sujay 2

আর এদিন সুজয়কৃষ্ণরও সেই একই অভিযোগ। অভিযুক্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির সময় ইডির দুই আইনজীবী ফিরোজ এডুলজি ও ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ‌্যায় জানান, যদি সারাক্ষণ জেরার সময় আইনজীবীরা উপস্থিত থাকেন তবে জিজ্ঞাসাবাদে বিলম্ব ঘটবে। পাশাপাশি চাপ দেওয়ার অভিযোগ সত্যি নয় বলেও দাবি করেন ইডির আইনজীবীগণ।

তারা আরও জানান, মাত্র পাঁচদিনের জন‌্য সুজয়কৃষ্ণকে ইডির হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যেই দু’বার তার আইনজীবীরা তার সঙ্গে দেখা করেন। দু পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি জানান, আইন অনুযায়ী অভিযুক্ত হেফাজতে থাকাকালীন তার আইনজীবী দেখা করতে পারবে তবে সেটা কখই সারাক্ষণ জেরার সময় থাকতে পারেন না।

বিচারপতি আরও বলেন, জেরার সময় অভিযুক্তর আইনজীবীরা তাকে দূর থেকে দেখতে পারবেন, কিন্তু জেরায় তিনি কী বলছেন, তা শুনতে পারবেন না। পাশাপাশি অভিযুক্তর একজন আইনজীবী একদিন অন্তর একদিন ৩০ মিনিটের জন‌্য তার সঙ্গে দেখা করতে পারবেন তবে তা হবে অভিযুক্তর বয়ন নেওয়ার আগে অথবা পরে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর