ট্যুইট করে সংবিধানের অপমান করেছে কঙ্গনা, দায়ের হল দেশদ্রোহ-এর মামলা

বাংলা হান্ট ডেস্কঃ নিজের অকপট মন্তব্য আর সুন্দর অভিনয়ের জন্য খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) সমস্যা বাড়তে চলেছে। অভিনেত্রীর বিরুদ্ধে গুরুগ্রামে দেশদ্রোহর অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর মতে কঙ্গনা রানাওয়াত ট্যুইট করে সংবিধানের অপমান করেছেন। লক্ষ লক্ষ ট্যুইটের সাথে কঙ্গনা রানাওয়াত ট্যুইটারে ট্রেন্ড করছেন। এই বিষয়ে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহ এর গুরতর অপরাধে FIR দায়ের হতে পারে।

kangana ranaut on marriage emotionally financially spiritually i should do better with my partner 2

আপনাদের জানিয়ে দিই কঙ্গনা রানাওয়াত সংরক্ষণ ইস্যুতে ট্যুইট করার ওর থেকে ট্যুইটারে ট্রেন্ড করছেন। ট্যুইটারে #BoycottKangana লিখে ট্রেন্ড করানো হচ্ছে। যদিও কঙ্গনার সমর্থনও অনেকে #IStandWithKangana লিখে ট্রেন্ড করানোর চেষ্টা করছে।

Kangana Ranaut Padmi Shri

রবিবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ট্যুইট করে লিখেছিলেন মডার্ন ভারত জাতি ব্যবস্থাকে অস্বীকার করেছে, ছোট শহরের মানুষ বুঝে গেছেন যে এটি এখন আর আইন দ্বারা স্বীকৃতি পাবে না। উনি আরো লেখেন, অনেকের ক্ষেত্রে এটা কাউকে দুঃখ দিয়ে সুখ পাওয়া ছাড়া আর কিছুই না। সংরক্ষণ শুধুমাত্র আমাদের সংবিধানেই আছে। আসুন এই নিয়ে কথা বলি।


Koushik Dutta

সম্পর্কিত খবর