বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মা আশা রানাওয়াত (Asha Ranaut) জানান, ওনার পরিবার বহু বছর ধরে কংগ্রেসের সাথে যুক্ত ছিল। কিন্তু বর্তমান পরস্থিতিতে একমাত্র বিজেপিই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এরজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) আর মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন। আজ ওনার বাড়িতে বিজেপির প্রতিনিধিমণ্ডল সাক্ষাৎ করতে গেলে তিনি নিজেই এই কথা জানান।
বিজেপির জেলা সভাপতি দলীপ ঠাকুরের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি মণ্ডল আজ ভাম্বলায় কঙ্গনা রানাওয়াতের বাড়িতে সাক্ষাৎ করতে যায়। বিজেপির নেতারা কঙ্গনার মা আশা দেবীর সাথে সাক্ষাৎ করে ওনাকে আশ্বাস দেন যে, বিজেপি সবসময় কঙ্গনার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে।
বিজেপির নেতাদের সাথে কথা বলার সময় আশা দেবী বলেন, ‘আমার পরিবারের সমস্ত প্রজন্মই কংগ্রেসে সাথে যুক্ত ছিল। আর এই কথা সবাই জানে যে, আমার পরিবার কংগ্রেসের আদর্শে আদর্শিত। কিন্তু আজ কঙ্গনাকে বিপদের মুখে ফেলেছে মহারাষ্ট্রের সরকার। আর এই বিপদের দিনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আর হিমাচলের মুখ্যমন্ত্রী আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র সরকার আমার মেয়েকে সুরক্ষা দিয়েছে। আর এরজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়রাম ঠাকুরকে অশেষ ধন্যবার জানাই।”
এরাগে শিমলায় কঙ্গনার সমর্থনে বিজেপির মহিলা মোর্চার সমর্থকেরা রাস্তায় নেমে মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস সরকারের বিরুদ্ধে হাল্লা বোল আন্দোলন করে। বিজেপির মহিলা মোর্চা মুম্বাইয়ে কঙ্গনার অফিস ভাঙার প্রতিবাদে এই আন্দোলন করেছিল।