বাংলাহান্ট ডেস্ক: বলিপাড়ায় এখন নতুন গুঞ্জন, করন জোহরের (karan johar) সঙ্গে কার্তিক আরিয়ানের (kartik aaryan) সম্পর্কের অবনতি। অতি সম্প্রতি জানা গিয়েছে ‘দোস্তানা টু’ থেকে বাদ দেওয়া হয়েছে কার্তিককে। করনের সঙ্গে মনোমালিন্যই যে এর নেপথ্যের কারণ তা নিয়ে সন্দেহের অবকাশ নেই কারোর। এমনকি কার্তিকের পক্ষ নিয়ে করনকে নিশানা করেছেন কঙ্গনা রানাওয়াতও (kangana ranawat)।
প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) সঙ্গে কার্তিকের তুলনা টেনেছেন কুইন অভিনেত্রী। সুশান্তের সঙ্গে যে ব্যবহার করন করেছিলেন সেই একই রকম ব্যবহার কার্তিকের সঙ্গেও তিনি করছেন বলে দাবি করেছেন কঙ্গনা। করনের স্বজনপোষনের জন্য সুশান্ত বলিউডে ব্রাত্য হয়ে গিয়েছিলেন। বাধ্য হয়েছিলেন আত্মহত্যা করতে। এমন অভিযোগ বারংবার তুলেছেন কঙ্গনা।
কার্তিককে সমর্থন করে করনকে একহাত নিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এতদূর পর্যন্ত কার্তিক নিজের চেষ্টাতেই এসেছে। নিজের চেষ্টাতেই ও এগিয়ে যাবে। পাপা জো এ তাঁর নেপো গ্যাংকে অনুরোধ ওর পিছু ছেড়ে দিন। সুশান্তের মতো ওকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। ওকে একা ছেড়ে দিন।’ করনকে ‘শকুন’ বলেও কটাক্ষ করেছেন কঙ্গনা।
কিন্তু কার্তিকের পাশে দাঁড়াতে গিয়ে সুশান্ত অনুরাগীদের বিরাগভাজন হয়েছেন কঙ্গনা। কি কারণে? সুশান্তের মৃত্যুর পর বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কুইন অভিনেত্রী। সেই সময় তিনি দাবি করেছিলেন আত্মহত্যা নয়, সুশান্তকে হত্যা করা হয়েছে। আর এর জন্য করন জোহর, মহেশ ভাটকে দায়ী করেছেন তিনি বারবার।
https://twitter.com/prankya/status/1383444686057066506?s=19
Firstly, you have to clarify, why two different kind of statements from you?
Once you said Sushant was killed, now you r saying that he hanged himself..
Why this hypocrisy?
how have u decided on result of an ongoing investigation?SSR Was Killed Kangana pic.twitter.com/scNaqqgCjw
— PIYALI (@PiyaliBh) April 17, 2021
কিন্তু কার্তিককে সমর্থন করতে গিয়ে কঙ্গনা বলে বসেন সুশান্ত আত্মহত্যা করেছিলেন। এতেই মারাত্মক চটেছেন অভিনেতার ভক্তরা। কঙ্গনাকে ভন্ড ও পাল্টিবাজ বলে তোপ দেগেছেন তারা। আবার কয়েকজন কঙ্গনার পুরনো টুইট তুলেও আক্রমণ শানিয়েছেন। তিনি নাকি একেক বার একেক রকম কথা বলেন বলে অভিযোগ করেছেন সুশান্ত ভক্তরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার