করোনা আক্রান্তদের চিকিৎসার জন‍্য প্লাজমা দানের ইচ্ছাপ্রকাশ কনিকার

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) গায়িকা কনিকা কাপুর (Kanika Kapoor) এখন করোনা (corona) মুক্ত। পরপর করোনা টেস্ট হওয়ার পর অবশেষে পঞ্চমবারে করোনা নেগেটিভ আসে তাঁর। তার পর ষষ্ঠবারও নেগেটিভ রিপোর্ট আসায় তার পরদিনই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। আর এবারে প্লাজমা (plasma) দান করার ইচ্ছাপ্রকাশ করেছেন কনিকা।
জানা গিয়েছে, লখনউয়ের কিং জর্জস মেডিক‍্যাল ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষার জন‍্য রক্তদান করেছেন কনিকা। কিং জর্জ মেডিক‍্যাল ইউনিভার্সিটির ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান তুলিকা চন্দ্র জানান, সোমবার কনিকা চিকিৎসকদের কাছে প্লাজমা দান করার কথা জানান। তাঁর রক্তের নমুনা সংগ্র হ করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে প্লাজমা দান করার জন‍্য ডেকে পাঠানো হবে তাঁকে।

Kanika Kapoor
ওই হাসপাতালে চিকিৎসার পর যারা করোনামুক্ত হয়েছেন তাদের মধ‍্যৈ থেকে তিনজন নিজেদের প্লাজমা দান করেছেন। এদের মধ‍্যে রয়েছেন কেজিএমইউ এর এক আবাসিক চিকিৎসক তৌসিফ খান, কানাডার এক চিকিৎসক ও এক রোগী। হাসপাতালের এক আধিকারিক সূত্রে খবর, সোমবার বছর ৫৮র এক চিকিৎসকের প্লাজমা থেরাপি করা হয়েছে কেজিএমইউতে।
প্রসঙ্গত, সুস্থ হয়ে এতদিন প‍র মুখ খুলেছেন কনিকা। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন তিনি। কনিকার সাফ কথা, তিনি নির্দোষ। কারন বিমানবন্দরে স্বাস্থ‍্যপরীক্ষাই নাকি ঠিকমতো হয়নি।

https://www.instagram.com/p/B_cB951F0JQ/?igshid=1ibnev2n7kwnj

তিনি জানান, ১০ মার্চ যখন লন্ডন থেকে দেশে ফেরেন তিনি তখন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ‍্যপরীক্ষা হয় তাঁর। কিন্তু সেই সময় কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি। তাই তাঁকে কোয়ারেন্টাইন থাকার কথাও বলা হয়নি। তারপর মুম্বই থেকে লখনউ যখন আসেন তিনি তখন অন্তর্দেশীয় বিমানবন্দরে তাঁর স্বাস্থ‍্যপরীক্ষা ঠিকমতো হয়ইনি।
কনিকার দাবি, লখনউ ফেরার পর পরিবারের লোকজনদের সঙ্গে তিনি দেখা করেছিলেন। কিন্তু কোনও পার্টির আয়োজন করেননি। বরং দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় তারাই তাঁকে পার্টিতে আমন্ত্রণ জানায়। ১৭-১৮ তারিখ নাগাদ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তখনই তাঁকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তেমনটাই করেন কনিকা। ১৯ মার্চ পরীক্ষার ফলাফল জানতে পারেন তিনি। তার পরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর