বাংলাহান্ট ডেস্ক: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার (kapil sharma) এক সময়কার সতীর্থ তীর্থানন্দ রাও (tirthanand rao)। পারিবারিক সমস্যার জের এবং তার সঙ্গে আর্থিক পরিস্থিতির অবনতির কারণে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি। ২০২১ এর ডিসেম্বরে সকলে যখন আগামী বছরকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক সেই সময়টাকেই তিনি বেছে নিয়েছিলেন নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য। তবে সৌভাগ্যবশত অকৃতকার্য হন তিনি।
তীর্থানন্দ রাও, পেশায় একজন অভিনেতা এবং কমেডিয়ান তিনি। জনপ্রিয় কমেডি শো ‘কমেডি সার্কাস কে অজুবে’ তে কপিলের সঙ্গেও কাজ করেছেন তীর্থানন্দ। কিন্তু ভাগ্যের ফের! একজন আজ দেশের অন্যতম জনপ্রিয় এবং সফল কমেডিয়ান। অপরদিকে এমন করুণ পরিস্থিতি তীর্থানন্দের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মর্মান্তিক অবস্থার কথা জানান তিনি।
তীর্থানন্দ জানান, একই বাড়িতে থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেন না। আর্থিক অবস্থার চরম অবনতি হয়েছে তীর্থানন্দের। বেশ কয়েকটি কাজের জন্য এখনো পারিশ্রমিক পাননি তিনি। হঠকারী জেনেও বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিতে হয় অভিনেতাকে। সংবাদ মাধ্যমকে তীর্থানন্দ জানান, গত ২৭ ডিসেম্বর বিষপান করেন তিনি। অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।
কিন্তু তিনি জানান, হাসপাতালে ভর্তি হতে দেখেও তাঁর মা ও ভাই একবারের জন্যও দেখতে আসেননি তাঁকে। চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করা তো দূরের কথা! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও একাই থাকছেন অভিনেতা। তীর্থানন্দের হাহাকার, এর থেকে খারাপ আর কীই বা হতে পারে?
এমন নয় যে কাজ পাচ্ছেন না তীর্থানন্দ। সম্প্রতি একটি ছবিতে পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার আগে আরেকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তীর্থানন্দ। কিন্তু কোনোটার জন্যই টাকা পয়সা পাননি তিনি। এই কারণেই তাঁর অর্থনৈতিক অবস্থার এত অবনতি হয়েছে বলেও জানান অভিনেতা।
উল্লেখ্য, ২০১৬ সালে কপিলের সঙ্গে কাজ করেছিলেন তীর্থানন্দ। পরবর্তীকালে অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁকে একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাবও দিয়েছিলেন কপিল শর্মা। কিন্তু সে সময়ে একটি গুজরাটি ছবিতে অভিনয় করছিলেন তীর্থানন্দ। তাই বাধ্য হয়ে কপিলকে না করতে হয় তাঁর। তবে এখন ফের পুরনো সহ অভিনেতার কাছেই কাজের সুপারিশ করার কথা চিন্তা ভাবনা করছেন তীর্থানন্দ।