আগামীকাল আস্থা ভোট কর্ণাটক বিধানসভায়, ভাঙতে পারে জোট সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিক্ষুব্ধ বধায়কদের ইস্তফা নিয়ে রায় দিলো সুপ্রিম কোর্ট। বিধানসভা স্পীকারের অধিকারের সন্মান করে সুপ্রিম কোর্ট বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফার সিদ্ধান্ত স্পীকারের উপরেই ছেড়ে দেয়। আদালত জানায়, স্পীকার সময়মত সিদ্ধান্ত নিক, কিন্তু সেই সময় স্পীকারকেই নির্ধারণ করতে হবে।

kumaraswamy

আবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ১৬ বিধায়ক স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আদালত পরিস্কার জানিয়ে দিয়েছে যে, বিক্ষুব্ধ বিধায়ক বিধানসভায় আস্থা ভোটে অংশ নেওয়া আর না নেওয়ার জন্য স্বাধীন। এর মানে এই যে, কর্ণাটকের বিক্ষুব্ধ বিধায়কেরা ১৮ জুলাই কুমারস্বামী সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দিনে বিধানসভায় উপস্থিত না থাকতে পারেন। আর এটা সম্পূর্ণ তাঁদের উপরেই নির্ভর করবে। এমত অবস্থায় ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কংগেস এবং জেডিএস এর জোট সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবেনা। আর বিধায়কেরা যদি বিধানসভায় আস্থা ভোটে উপস্থিত না থাকে, তাহলে কুমারস্বামীর সরকার ভাঙা নিশ্চিত।

এর আগে কর্ণাটকের বিক্ষুব্ধ বিধায়কের মামলা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলেছিল যে, স্পীকার ১৫ জন বিধায়কের ইস্তফা নিয়ে পুনর্বিচার করুক। স্পীকার নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন। ওনাকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য করা যাবেনা।

Koushik Dutta

সম্পর্কিত খবর