আল্লু অর্জুনের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ‍্যায়ের সেলফি, বাংলা ছবিতে আসছেন ‘পুষ্পা’?

বাংলাহান্ট ডেস্ক: আল্লু অর্জুনের (Allu Arjun) প্রেমে এখন বুঁদ গোটা দেশ। ‘পুষ্পা’ জ্বর পুরোপুরি ছাড়েনি সিনেপ্রেমীদের। ছবির সিক‍্যুয়েলের নিত‍্য নতুন আপডেট জানার জন‍্য উদগ্রীব হয়ে থাকেন আল্লু ভক্তরা। তার মধ‍্যেই নতুন চমক। টলিউডের সঙ্গে মিলে গেল দক্ষিণী ইন্ডাস্ট্রি। আল্লু অর্জুনও কি এবার বাংলা ছবিতে কাজ করবেন?

হঠাৎ এমন প্রশ্ন কেন? আসলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ‍্যায়ের (Kaushik Ganguly) নতুন ছবি দেখে এই গুঞ্জন তীব্র হয়েছে। খাস পুষ্পার সঙ্গে লেন্সবন্দি হয়েছেন পরিচালক। দক্ষিণী তারকার থেকে আলাপ পরিচয় পর্বের কাহিনি ফলাও করে জানিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়।

allu arjun spoofing south cinema in new zomato advertisement displeases his fans heres how they reacted 001
নিজের ‘লক্ষ্মী ছেলে’ উজানের সঙ্গে দেখা করতে লন্ডনের অক্সফোর্ডে যাচ্ছিলেন কৌশিক। বিমানে দেখা আল্লুর সঙ্গে। তাঁদের তিনটি সিট পেছনে বসেছিলেন অভিনেতা। চিনতে এক মুহূর্তও সময় লাগেনি পরিচালকের। যেহেতু অনেক ঘন্টার সফর তাই বিমানের মধ‍্যে হাঁটাহাঁটি করছিলেন কৌশিক। তখনি পরিচয় আল্লুর সঙ্গে।

পরিচালক লিখেছেন, তিনি নিজের পরিচয় দিতেই আলাপ জমে উঠতে দেরি হয়নি। বাংলা ছবি, আঞ্চলিক ইন্ডাস্ট্রি নিয়ে লম্বা আলোচনা করেছেন দুজনে। ছেলে উজানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর বাবার পরিচালনায় ছেলে প্রথম বার অভিনয় করছে শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আল্লু।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বংশ পরম্পরায় সিনে জগতে আসেন সকলে। তাই উজানকেও সিনেমা জগতেই আসতে হবে, এমনটাই বিশ্বাস আল্লু অর্জুনের। ‘লক্ষ্মী ছেলে’র জন‍্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পর্দার পুষ্পা। শুধু তাই নয়, হাসিমুখে পোজও দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে।

https://www.instagram.com/p/CfxxTwxhc6a/?igshid=YmMyMTA2M2Y=

আল্লুকে দেখে মুগ্ধ গায়িকা ইমন চক্রবর্তী। লিখেছেন আল্লু তাঁর সবথেকে প্রিয়। একজন লিখেছেন, একজন কিংবদন্তি আরেকজন কিংবদন্তির সঙ্গে। যদিও কয়েকজন একটু ক্ষুব্ধ। সিনেজগতের লোক হয়েও জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে চিনতে না পারায় আল্লু অর্জুনের উপরে বেশ নারাজ কয়েকজন।

Niranjana Nag

সম্পর্কিত খবর