দু’বছরের খরা কাটিয়ে ফের আইপিএল প্লে অফসে কলকাতা, আবুধাবিতে স্বপ্নভঙ্গ রোহিতদের

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলের খেলা রীতিমতো জমে উঠেছে। প্লে অফের প্রথম তিনটি স্থান নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ স্থান নিয়েই চলছে দ্বন্দ্ব। ইতিমধ্যেই ১৪ পয়েন্ট দখল করে দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে কলকাতা। এখন মুম্বাইকে যদি প্লে-অফে পৌঁছাতে হয় তাহলে ১৭১ এর বেশি রানে জিততে হত হায়দ্রাবাদের বিরুদ্ধে। তাদের প্রথম টার্গেট ছিল হায়দ্রাবাদের সামনে ২০০ রানের বেশি লক্ষ্যমাত্রা রাখা। সেই টার্গেট অবশ্য আজ পূরণ করেছে মুম্বাই। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।

যদিও শুরুটা আজ ভালো করতে পারেননি রোহিত। মাত্র ১৮ রানেই এদিনও সাজঘরে ফেরেন তিনি। তবে রাজস্থান ম্যাচের পর আজ ফের একবার জ্বলে ওঠেন ঈশান কিশান। মাত্র ৩২ বলে ১১ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৪ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড ব্যর্থ হলেও মরশুমে প্রথমবার দুরন্ত ফর্মে দেখা গেল সূর্য কুমার যাদবকে। ইশান কিশানের মতই আজ ভীষণ মারমুখী ছিলেন তিনিও। মাত্র ৪০ বলে তেরোটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা দিয়ে নিজের ৮২ রানের বিধ্বংসী ইনিংস সাজিয়ে ছিলেন সূর্যকুমার। বাকিরা তেমন সঙ্গ দিতে না পারলেও মূলত এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানের দৌলতেই ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে মুম্বাই।

তবে তাদের লক্ষ্যের অর্ধেকটাই ছিল তখনও বাকি। হায়দ্রাবাদকে এই উইকেটে মাত্র ৬৪ রানে অলআউট করা কোনমতেই সহজ কাজ ছিল না। ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহরা এদিন মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন ঠিকই কিন্তু কার্যত এক উইকেট হারিয়েই ৬৪ রানের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। আর সাথে সাথেই খুলে যায় কলকাতার প্লে অফসে পৌঁছানোর রাস্তাও। যদিও অভিষেক শর্মা (৩৩) এবং জেসন রয়ের (৩৪) জুটি ভেঙে পড়তেই ফের একবার ম্যাচে কামব্যাক করে মুম্বাই। মাত্র ৩ রানেই মোহাম্মদ নাবিকে ফিরিয়ে দেন চাওলা। আর তার ঠিক পরেই জিমি নিশামের শিকার হন সামাদও।

একপ্রান্তে যদিও এদিন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মনীশ পান্ডে তবে কার্যত তাকে সঙ্গ দেবার মত ছিলেন না কেউই। যার ফলে তার অধিনায়কোচিত অর্ধশতরান আজ দলের জন্য সেভাবে কোনও কাজে আসেনি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯২ রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের লড়াই। একপ্রান্তে পান্ডে অপরাজিত থেকে যান ৬৮ রানে। যদিও এই ম্যাচে জয় পেলেও তা কাজে এলোনা মুম্বাইয়ের জন্য। কারণ শেষ চারে পৌঁছানোর সম্ভাবনা তাদের শেষ হয়ে গিয়েছিল আগেই।

 


Abhirup Das

সম্পর্কিত খবর