বাংলাহান্ট ডেস্কঃ করোনার দাপট যেন বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার এই মারণ ভাইরাস প্রাণ কাড়ল এক নিউরোসার্জেনের (Neurosurgeon)। ‘আপনারা ওঁনার শেষ ইচ্ছার মর্যাদা রাখুন’, ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে কাতর অনুরোধ করলেন করোনায় মৃত চিকিৎসকের সদ্য বিধবা স্ত্রী। গত রবিবার চেন্নাইয়ে করোনায় মৃত্যু হয়েছে এক নিউরোসার্জেনের । এ দিন ওই চিকিৎসকের স্ত্রী অনুরোধ করেন তাঁর স্বামীর দেহ যেন রীতি মেনে, যথাযথভাবে সৎকার করা হয়। কারণ মৃত্যুর আগে তাঁর স্বামীর এটাই ছিল শেষ ইচ্ছা ।
গত রবিবার যখন ওই চিকিৎসকের দেহ অ্যাম্বুলেন্সে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই অ্যাম্বুলেন্স ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। তাঁদের দাবি ছিল, ওই এলাকায় সৎকার হলে সংক্রমণ ছড়িয়ে পড়বে । কর্পোরেশনের কিলপকের কাছেই সমাধিস্থ করার কথা ছিল তাঁকে । তাঁকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালকর্মী ও ওই চিকিৎসকের সহকর্মীরা । এই অবস্থায় হাসপাতালকর্মী ও ডাক্তারদের লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন স্থানীয়রা । তাঁদের মারধরও করেন। স্থানীয়রা। একজন ডাক্তার এবং এক অ্যাম্বুল্যান্স ড্রাইভার গুরুতর জখম হন। ঘটনাস্থলে পুলিশ এসে হস্তক্ষেপ করার পর এক চিকিৎসক নিজে বন্ধুর দেহ গভীর রাতে সমাধিস্থ করেন। এই পাথর ছোড়াছুড়ির ঘটনাকে কেন্দ্র করে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।
এখন নিজের স্বামীকে ফের সমাধি থেকে তুলে যথাযথ নিয়ম মেনে ফের শেষকৃত্য করার জন্য অনুরোধ করেছেন দুই সন্তানের মা আর সদ্য স্বামীহারা স্ত্রী।