বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন নিত্যনতুন ফিচার্স উপলব্ধ হচ্ছে এই ডিভাইসে। এমতাবস্থায়, অনেকেই তাঁদের ব্যবহৃত পুরোনো স্মার্টফোন বিক্রি করে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন। তবে, পুরোনো ফোন বিক্রির ক্ষেত্রে অনেকসময় দেখা যায় যে, যেহেতু ফোনটি পুরোনো সেই কারণে আপনাকে কাঙ্ক্ষিত দামের চেয়ে অনেক কম দামে সেটি বিক্রি করতে হচ্ছে।
এমতাবস্থায়, আপনিও যদি বর্তমানে আপনার ব্যবহৃত পুরোনো ফোনটি বিক্রি করার কথা ভাবেন সেক্ষেত্রে এই প্ৰতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, আজ আমরা আপনাদের কাছে এমন ৪ টি বিষয় সম্পর্কে জানাবো যেগুলির প্ৰতি নজর দিলেই আপনি আপনার পুরোনো স্মার্টফোনটিকে দুর্দান্ত দামে বিক্রি করতে পারবেন।
১. ক্যাবিনেট পরিবর্তন করা প্রয়োজন: পুরোনো ফোনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে, সেটির বডিতে বিভিন্ন স্ক্র্যাচ হয়ে যায়। যেগুলি দেখতে খারাপ লাগে এবং ওই স্ক্র্যাচগুলির ফলে ক্রেতা মোবাইলটি কিনতে গিয়ে কম দাম দেন। এমতাবস্থায়, আপনি আপনার পুরোনো স্মার্টফোনটিকে স্টাইলিশ এবং নতুন করে তুলতে সেটির ক্যাবিনেটটি পরিবর্তন করতে পারেন। পাশাপাশি, যেসমস্ত স্মার্টফোনের ক্যাবিনেট নেই সেক্ষেত্রে পিছনের প্যানেলটি পরিবর্তন করা যেতে পারে। এর ফলে আপনার পুরোনো ফোনের চেহারা রীতিমতো পাল্টে যাবে।
২. পরিষ্কার রাখতে হবে ক্যামেরা: অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, পুরোনো স্মার্টফোনের ক্যামেরা থেকে ছবি ক্লিক করার সময়, ছবির আগের মতো কোয়ালিটি পাওয়া যায় না। এর অন্যতম কারণ হল ক্যামেরাটি সঠিকভাবে পরিষ্কার না করা এবং এর লেন্সটি ভিতর থেকে নোংরা হয়ে যায়। এটি যাতে আপনার সাথে না ঘটে সেদিকে খেয়াল রেখে, আপনার পুরোনো স্মার্টফোনটি বিক্রি করার আগে ক্যামেরাটি ক্লিন করা উচিত।
৩. ব্যাটারি বুস্টিং: আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার স্মার্টফোনটি ব্যবহার না করে থাকেন এবং এখন সেটি বিক্রি করতে চান সেক্ষেত্রে প্রথমে সেটির ব্যাটারিটি বুস্ট করুন। এর ফলে আপনি যার কাছে স্মার্টফোনটি বিক্রি করবেন তাঁর ফোনের ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হবে না। পাশাপাশি, আপনি ভালো দামও পেয়ে যাবেন।
৪. ডিসপ্লে মেরামত: যদি আপনার স্মার্টফোনের ডিসপ্লেতে ছোটখাটো ক্র্যাক দেখা দেয়, তাহলে আপনার এটি অবিলম্বে পরিবর্তন করা উচিত। কারণ আপনি যদি আপনার পুরানো স্মার্টফোনটি এভাবে একজন গ্রাহককে দেন, তাহলে তিনি এর জন্য কখনোই ভালো মূল্য দিতে রাজি হবেন না।