লাভ জিহাদ বিতর্কে তলানিতে টিআরপি! ‘খড়কুটো’ বয়কটের ডাক দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: ক্রমেই নীচের দিকে নামতে শুরু করেছে ‘খড়কুটো’র (khorkuto) টিআরপি (trp) গ্রাফ। একসময় লাগাতার তিন চার সপ্তাহ জুড়ে টিআরপি তালিকার শীর্ষ স্থানে ছিল এই ধারাবাহিক। তারপরেই হঠাৎ করে কমতে শুরু করে রেটিং‌ আর সম্প্রতি একেবারে তালিকার ষষ্ঠ স্থানে নেমে এসেছে খড়কুটো।

এমন পতনের কারণ হিসাবে দর্শকদের একাংশ ‘লাভ জিহাদ’ বিতর্ককে দায়ী করেছেন। আসলে কিছুদিন হল সিরিয়ালে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটেছে। আদিল যে কিনা মুখার্জি বাড়ির মেয়ে মুনিয়ার ছেলে। এক মুসলিম ছেলেকে বিয়ে করে মুনিয়া। তাদেরই ছেলে আদিল।

IMG 20210519 114053 1
পরিচয় জানার আগেই তার নাম শুনে মুখার্জি পরিবারের বয়োজ‍্যেষ্ঠ‍দের মুখের প্রতিক্রিয়া দৃষ্টি এড়ায়নি কারোরই। এবার দর্শকদের একাংশ অভিযোগ করেছেন লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছে এই সিরিয়াল। কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগ এতে ক্ষুন্ন হতে পারে। সিরিয়াল বয়কটেরও ডাক দিয়েছে তারা।

আদিলের চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। এর আগে টুরু লাভ, ট‍্যাংরা ব্লুজের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এটাই তাঁর প্রথম সিরিয়াল। এই বিতর্কের বিষয়ে ঋষভ বলেন, দেশ জুড়ে এখন ধর্মকে হাতিয়ার করে ক্ষমতায় বসে থাকার চেষ্টা চলছে। এমনটা আগে ছিল না। চারপাশের পরিস্থিতি দেখে যেন মনে হচ্ছে নাৎসিদের জার্মানি। এই অতিমারি পরিস্থিতিতে সকলের রাজনীতি, ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন‍্য অসহিষ্ণুতা ছড়িয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, আদিলের আসায় চিড় ধরেছে সৌজন‍্য গুনগুনের সম্পর্কেও। গুনগুন তার সঙ্গে বেশ ভাল ভাবে মিশে গেলেও দেখা যায় পরিবারের বাকি সদস‍্যরা ঠিক মেনে নিতে পারেছেন না আদিলকে।

উপরন্তু হঠাৎ করেই আদিলের সঙ্গে গুনগুনের এত বন্ধুত্ব দেখে বেশ অসন্তুষ্ট।
আদিলের সঙ্গে রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকায় গুনগুনের উপর চটে যায় সৌজন‍্য। একজন হঠাৎ হাজির হওয়া পরপুরুষের সঙ্গে স্ত্রীর এত ঘনিষ্ঠতা মানতে অসুবিধা হচ্ছে সৌজন‍্যর। এমনকি সম্প্রতি চ‍্যানেলের প্রকাশ‍্যে আনা প্রোমোতে দেখা গিয়েছে মিষ্টি বৌদি ও বাড়ির অন‍্যান‍্যরাও বলছেন গুনগুন এই কাজটা একেবারেই ঠিক করেনি।

অন‍্যদিকে গুনগুনকে সবাই ভুল বুঝছে দেখে আর চুপ থাকতে পারেননি পটকা। তিনি সবার সামনেই ফাঁস করে দেন আদিলের আসল পরিচয়। সে আসলে মুনিয়ার ছেলে অর্থাৎ সৌজন‍্যর বোনপো। তবে পটকার কথা শুনে বাড়ির সকলে চমকে উঠলেও গুনগুনের কোনো ভাবান্তর দেখা যায়নি। ব‍্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। আসল সত‍্যিটা জানতে পেরে গুনগুনের মান ভাঙাতে সৌজন‍্য এবার কী করবে সেটা দেখার অপেক্ষাতেই খড়কুটো প্রেমীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর