বাংলা হান্ট ডেস্ক: গত ম্যাচেই পাঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও লজ্জার হার হারতে হয় KKR (Kolkata Knight Riders)-কে। যেই ম্যাচের পর স্বাভাবিকভাবেই বড় ধাক্কা খায় ওই দল। শুধু তাই নয়, ২৬১ রান করেও যেভাবে কলকাতা পাঞ্জাবের বিরুদ্ধে হেরে গেল তার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনাও। এছাড়াও, IPL-এর লড়াইতে KKR-এর এহেন হার যে দলের ওপর বড় প্রভাব ফেলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে, গত ম্যাচের ধাক্কার রেশ কাটিয়ে KKR এবার প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী সোমবার ঘরের মাঠেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এদিকে, দিল্লি তার আগের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়লাভ করে চরম আত্মবিশ্বাসী রয়েছে। শুধু তাই নয়, শেষ ৫ টি ম্যাচের মধ্যে ৪ টিতে জিতে বর্তমানে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন পন্থ-রা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে KKR-এর হেরে যাওয়ার পর দলের দুর্বল বোলিং নিয়ে সরব হয়েছিলেন প্রত্যেকেই। এদিকে, দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগেও KKR-এর চিন্তা বাড়াচ্ছে সেই বোলিংই। তবে, আগামী ম্যাচের আগে একটি বড় আপডেট সামনে এসেছে। যার ফলে KKR-এর পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে। মূলত, পাঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্ক KKR দলে ছিলেন না। কিন্তু, দিল্লির বিরুদ্ধে ম্যাচে তাঁর প্রত্যাবর্তন ঘটতে পারে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মিচেল স্টার্ক আঙুলে চোটের কারণে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি। এমতাবস্থায়, তাঁর পরিবর্তে মাঠে নেমেছিলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। কিন্তু, তাঁর পারফরম্যান্সও খুব একটা ভালো ছিল না। স্টার্কের পরিবর্তে খেলতে নামা এই বোলার পাঞ্জাবের বিরুদ্ধে ৩ ওভারেই দিয়ে ফেলেছিলেন ৪৮ রান।
আরও পড়ুন: ঘাড়ত্যারামির সাজা, IPL-এ নিয়ম ভেঙে BCCI-র কড়া শাস্তির কোপে ঈশান কিষাণ
যদিও, চলতি মরশুমে KKR-এর হয়ে স্টার্কের পারফরম্যান্সও খুব একটা ভালো হয়নি। যার পর পরিপ্রেক্ষিতে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে ২৪.৭৫ কোটির এই প্লেয়ারকে। তবে, KKR ফ্যানেরা স্টার্ককে “লাক ফ্যাক্টর” হিসেবে দেখছেন। শুধু তাই নয়, তাঁর অভিজ্ঞতার ওপরেও অগাধ ভরসা রয়েছে KKR টিম ম্যানেজমেন্টের। আর সেই কারণেই দিল্লির বিরুদ্ধে KKR-এর পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে পারেন স্টার্ক।
আরও পড়ুন: জাহিরের চমক! T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে রাখলেন যশ দয়ালকে, অথচ স্থান পেলেন না এই প্লেয়ার
ইতিমধ্যেই, নাইট সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, মিচেল স্টার্ক এখন অনেকটাই সুস্থ রয়েছেন। পাশাপাশি, আঙুলের চোটের সমস্যা থেকেও অনেকটাই মুক্ত রয়েছেন তিনি। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ার এই তারকা পেসারের রবিবার অনুশীলন শুরু করার কথা রয়েছে। শুধু তাই নয়, ফিট সার্টিফিকেট না পেলেও স্টার্ককে ঘিরে নাইট শিবির যথেষ্ট আশাবাদী বলেও জানা গিয়েছে।