বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai super Kings) বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night riders)। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত কলকাতাকে। আর এই ডু অর ডাই ম্যাচে লিগের লাস্ট বয় চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে প্লে অফের রাস্তা নিজেরাই কঠিন করে ফেলল ইয়ন মর্গ্যানরা।
#MumbaiIndians qualifies for the playoffs after Match 49 of #Dream11IPL pic.twitter.com/50w5mOZA7y
— IndianPremierLeague (@IPL) October 29, 2020
গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে 172 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এইদিন কেকেআরের হয়ে মারকাটারি ইনিংস খেলেন ওপেনার নিতিশ রানা। মাত্র 61 বলে 87 রানের ঝোড়ো ইনিংস আসে নীতিশ রানার ব্যাট থেকে।
That @imjadeja innings sure impressed #TeamIndia Head Coach @RaviShastriOfc.#Dream11IPL pic.twitter.com/mObx7CDF3W
— IndianPremierLeague (@IPL) October 29, 2020
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 14 রানে ওপেনার শেন ওয়াটসনকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। সেই সময় দলের হাল ধরেন ঋতুরাজ গায়কোয়ার্ড এবং আম্বাতি রাইডু। তবে এইদিন ব্যাট হাতে ফের ব্যর্থ হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ধোনি। শেষের দিকে রবীন্দ্র জাদেজার 11 বলে 31 রানের ঝোড়ো ইনিংসের দৌলতে কলকাতা নাইট রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। এই হারের ফলে এখন প্লে অফের রাস্তা খুবই কঠিন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের কাছে। এখন প্লে-অফে উঠতে গেলে কলকাতাকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না সেই সঙ্গে অন্যান্য দলগুলির উপর তাকিয়ে থাকতে হবে।