বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর (RCB)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। অফ ফর্মে থাকা আন্দ্রে রাসেলকে বাদ দিয়েই এইদিন প্রথম একাদশ সাজিয়ে ছিল কেকেআর। দলে ছিলেন না সুনীল নারিনও। আর এই দু’জনের অনুপস্থিতিই বিপদ ডেকে আনল কেকেআর শিবিরে। আরসিবির কাছে লজ্জার হার হারতে হল কেকেআরকে।
এইদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র তিন রানেই তিন উইকেট হারিয়ে ভেঙে পড়ে কেকেআরের টপ অর্ডার। আরসিবির বোলারদের দাপটে শুরুতেই কোমর ভেঙে যায় কেকেআরের। শুভমান গিল 1, রাহুল ত্রিপাঠি 1, নীতিশ রানা 0, টম ব্যান্টন 10, দীনেশ কার্তিক 4 রান করে ফিরে যান তখন কেকেআরের স্কোর ছিল মাত্র 32 রান। অধিনায়ক ইয়ন মর্গ্যানের 34 বলে 30 রানের উপর ভর করে টেনেটুনে 84 রান তোলে কেকেআর।
টিটোয়েন্টি ক্রিকেটে মাত্র 84 রানের পুঁজি নিয়ে যে ম্যাচ জেতা যায় না সেটা আগেই বোঝা গিয়েছিল হলও তাই। হাতে 39 বল রেখে 8 উইকেটে ম্যাচ জিতে নিল আরসিবি। গুরকিরত মানের অপরাজিত 21 রান এবং অধিনায়ক বিরাট কোহলি 18 রানে অপরাজিত থেকে আরসিবিকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লো। এই জয়ের ফলে প্লে অফের রাস্তা আরও মসৃন হয়ে গেল আরসিবির কাছে অপরদিকে এই হারের ফলে প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল কেকেআরের।