দুরন্ত কোহলি এবং গিল ও রোহিতের অনবদ্য জুটিতে ভর করে রানের পাহাড় খাড়া করলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটি শতরান বিরাট কোহলির। ওডিআই ফরম্যাটের টানা দুটি শতরান করলেন বিরাট। অথচ ২০২২ সালটা সামগ্রিকভাবে একেবারেই ভালো কাটেনি তার এই ফরম্যাটে। তার শতরানে ভর করেই শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য রেখেছে ভারতীয় দল। নিজের ৮৭ বলে ১১৩ রানের ইনিংসে একটি ছক্কা এবং ১২টি চার মেরেছেন তিনি।

বর্ষাপাড়ার ব্যাটিং বান্ধব উইকেটে ভারতের শুরুটাই হয়েছিল অত্যন্ত দুর্দান্তভাবে। রোহিত শর্মা এবং শুভমান গেল ২ ওপেনারই অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছিলেন আগ্রাসী ভঙ্গিতে। গিল ৬০ বলে ৭০ রান করে শানাকার বলে এলবিডব্লিউ হওয়ার পর সকলেই ভেবেছিলেন যে রোহিত প্রায় ৫০০ দিন পর নিজের ওডিআই শতরানটি পাবেন। কিন্তু তিনি ৮৩ রান করে অভিষেককারী বাঁ-হাতি পেসার মধুশঙ্কার বলে বোল্ড হন।

   

gill rohit

এরপর ব্যাটিং করতে নেমেই অত্যন্ত আগ্রাসী মেজাজ দেখাচ্ছিলেন শ্রেয়স আইয়ার। বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট খেলতে দেখা যাচ্ছিল তাকে। ফলস্বরূপ বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি তিনি। ধনঞ্জয়ের বরের স্লগ সুইপ মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে আউট হন শ্রেয়স (২৮)। এরপর ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করছিলেন লোকেশ রাহুল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রাজিতার পায়ের পেছন দিয়ে যাওয়া বলে ফ্লিক মারতে গিয়ে বলেই লাইন মিস করে বোল্ড হন।

শ্রীলঙ্কা আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভারতীয় দল যে পর্বত প্রমাণ রানের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তা দেখে এখন মনে হচ্ছে না যে এই সিদ্ধান্তটি খুব একটি সঠিক ছিল। শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল পুরোপুরি সফল না হলেও বিরাট কোহলির সঙ্গে বেশ কিছুটা বড় পার্টনারশিপ করে দিয়ে গিয়েছিলেন।

তবে ভারতের ফিনিশার অর্থাৎ হার্দিক পান্ডিয়া বা অক্ষর প্যাটেলরা আজকে ব্যাট হাতে সফল হননি। ফলে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ভারতীয় দল ৪০০-র গন্ডি পার করতে পারেনি। তবে ভারতীয় দল আজ এই বিশাল বড় রানের টার্গেট গড়েছে মূলত গিল, রোহিত ও কোহলির ব্যাটে ভর করেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর