ঘূর্ণিঝড়ের দাপটে ওলট পালট টলি কুইন ঋতুপর্ণার সব! ঘরে বসেই মন খারাপ অভিনেত্রীর 

   

বাংলা হান্ট ডেস্ক: রবিবার বিকেল থেকেই নিজের শক্তি দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। গোটা পশ্চিমবঙ্গএই মুহূর্তে রেমালের দাপটে বিধ্বস্ত। সময় যত গড়াচ্ছে ততই যেন শক্তি বাড়িয়ে চলেছে দামাল রেমাল। এই প্রবল ঝড় বৃষ্টির জেরে ইতিমধ্যেই পন্ড হয়েছে বহু মানুষের কাজকর্ম।

ব্যাঘাত ঘটেছে যান চলাচলেও। তবে শুধু সাধারণ মানুষই নয়, এই রেমালের দাপটে বেকায়দায় পড়েছেন টলিউড (Tollywood) তারকারাও। এমনিতেই এই ঘূর্ণিঝড়ের (Cyclone) কবলে পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। যার ফলে কার্যত শুনশান রাস্তাঘাট। রবিবার থেকে ভারী বৃষ্টির কারণে অন্যান্য যান চলাচলের মতই থমকে গিয়েছে বিমান চলাচল।

যার ফলে এই মুহূর্তে বেজার মন খারাপ টলিউড কুইন তথা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। প্রচন্ড বৃষ্টির জন্য কার্যত অচল হয়ে পড়েছে  কলকাতা  বিমানবন্দর। এমনিতেই দুর্যোগের আশঙ্কা করে শনিবার রাত থেকেই কমানো হয়েছিল বিমান চলাচল। আর রেমালের শক্তি বৃদ্ধির সাথে সাথেই  রবিবার সকাল থেকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) সমস্ত ফ্লাইট (Flight Cancelled)।

তাই বাইরের আকাশের  মতোই মুখ ভার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণার-ও। এপ্রসঙ্গে ঋতুপর্ণার টিমের তরফ থেকে TV9 বাংলাকে জানানো হয়েছে,অভিনেত্রীর নাকি  খুবই মন খারাপ। আসলে  রবিবার (২৬ মে, ২০২৪) রাতে সিঙ্গাপুর থেকে ফেরার  পর কাল রাতেই  ইউএসএ যাওয়ার কথা ছিল অভিনেত্রীর।

আরও পড়ুন: রেমালের জেরে আজও প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে, জারি রেড অ্যালার্ট, আবহাওয়ার উন্নতি কবে?

সেই মতো করা ছিল সমস্ত পরিকল্পনাও। কিন্তু দুপুর ১২টা থেকে কাল আগামী সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ। তাই সমস্ত প্রোগ্রাম ঘেঁটে গিয়েছে অভিনেত্রীর। প্রসঙ্গত নিজের দীর্ঘ দিনের অভিনয় জীবনে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়ে বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন ঋতুপর্ণা।

Rituparna

এখনও এই বয়সে এসেও অটুট তাঁর গ্ল্যামার। সারা বছর ধরেই হাতে ঠাসা কাজ থাকে তাঁর। আর এখন তো অভিনয়ের পাশাপাশি প্রযোজনা নিয়েও ব্যস্ত ঋতু। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। আসন্ন এই সিনেমা নিয়ে দারুন উচ্ছসিত এভারগ্রিন এই জুটি অনুরাগীরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর