বাংলাহান্ট ডেস্ক : দেশে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো তৈরি করে অবাক করে দিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। গঙ্গার তলা দিয়ে এই মেট্রো (Metro Railway) রুটের সূচনা হয়েছিল গত ১৫ই মার্চ। যাত্রী চাহিদা বেশ চোখে পড়ার মতো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার জন্য যাত্রীরা ট্যাক্সি বা ক্যাবের সাহায্য না নিয়ে সস্তায় মেট্রো করে পৌঁছে যাচ্ছেন স্টেশনে।
পাশাপাশি কলকাতাগামী যাত্রীরা হাওড়া স্টেশন থেকে মেট্রো করে পৌঁছচ্ছেন গন্তব্যে। যাত্রীরা যাতে গ্রীনলাইন থেকে ব্লু লাইনে সাবওয়ে দিয়ে সহজে যাতায়াত করতে পারেন তার জন্য একটি নতুন রাস্তা খোলা হল। জানা গেছে, প্রায় ১২ ফুট চওড়া সাবওয়ের এই নতুন গেটটি। এই নতুন গেটের ফলে ভিড়ের মধ্যেও ঠেলাঠেলি করতে হবে না যাত্রীদের। আরো স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আরোও পড়ুন : এখান থেকে পাশ করলেই IAS, IPS! বিশ্বসেরার তালিকায় নাম ভারতের এই বিদ্যালয়টির
এর আগে ৯ ফুট চওড়া একটি গেট ছিল গ্রীন লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার জন্য। আসা ও যাওয়ার পথ সেই প্যাসেজের মধ্যে দিয়ে ভাগ করা ছিল। গ্রীন থেকে ব্লু লাইনে প্রবেশ করার জন্য এবার শুধুমাত্র ব্যবহার করা হবে সেই প্যাসেজটি। অন্যদিকে, স্টেশনে সঠিকভাবে দিক নির্দেশের জন্য লাগানো হচ্ছে স্টিকার। এছাড়াও বেশ কিছু কর্মীকে রাখা হয়েছে দুই রুটের সংযোগকারী প্যাসেজের সামনে। এই কর্মীরা যাত্রীদের সঠিক পথ নির্দেশনা দেবেন।
এছাড়াও সবুজ রঙের পায়ের ছাপ বসানো হয়েছে পুরানো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কনকোর্সে। গ্রীন লাইনের সংযোগকারী প্যাসেজে এই পায়ের ছাপ অনুসরণ করে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও নীল রঙের পায়ের ছাপ লাগানো হয়েছে নতুন এসপ্ল্যানেড স্টেশনের কনকোর্সে ফ্লোরে। নর্থ -সাউথ রুটের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাওয়ার জন্য অনুসরণ করতে হবে এই পায়ের ছাপ।