বাংলা হান্ট ডেস্কঃ রাজস্বে ঘাটতি! এবার এই নিয়ে চাপে পড়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। জানা যাচ্ছে, গত বছর এই সময় অবধি যত রাজস্ব আদায় হয়েছিল, এবার তার চেয়ে অনেকটা কম আদায় হয়েছে। এবার এই রাজস্বে ঘাটতি সমস্যা থেকে মুক্তি পেতে জরুরি বৈঠক ডাকলেন কেএমসির মেয়র ফিরহাদ হাকিম।
রাজস্ব আদায় বাড়ানোর কৌশল ঠিক হতে পারে বৈঠকে (Kolkata Municipal Corporation)
সম্পত্তি কর, লাইসেন্স ফি, পার্কিং, বিল্ডিং, জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ নানান বিভাগ থেকে রাজস্ব আদায় করে কলকাতা পুরসভা। কেএমসির (KMC) এক আধিকারিক বলেন, গত বছর ৩১ অক্টোবর অবধি যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছিল, এবার তার থেকে ৭৮ কোটি ১৬ লক্ষ টাকা কম আদায় হয়েছে।
২০২৩ সালে ৩১ অক্টোবর অবধি রাজস্ব বাবদ ১২৮৬ কোটি ৫৫ লক্ষ টাকা আদায় করে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এই বছর ৩১ অক্টোবর অবধি সেই অঙ্কটা ১২০৮ কোটি ৩৯ লক্ষ টাকা। কেএমসির একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, নানান খাতে পুরসভার খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে দেনার বোঝা রয়েছে। কিন্তু কেএমসির আয় সেই অর্থে তেমন বাড়েনি।
আরও পড়ুনঃ অফলাইন অতীত! এবার অনলাইনেই করতে হবে পড়ুয়াদের! পাল্টে গেল মাধ্যমিকের বড় নিয়ম
সেই কারণে রাজস্ব আদায় কীভাবে বৃদ্ধি করা যায় তার কৌশল ঠিক করতে আগামী ১৩ নভেম্বর একটি পর্যালোচনা বৈঠক ডেকেছেন মেয়র ফিরহাদ (Firhad Hakim)। পুরসভা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। একজন পুর আধিকারিক এই বিষয়ে বলেন, চলতি বছর লোকসভা ভোটের জন্য প্রায় মাস তিনেক রাজস্ব আদায়ের জন্য সেভাবে ঝাঁপানো হয়নি। সেই কারণেই কয়েক কোটি টাকার এই ঘাটতি তৈরি হয়েছে।
এদিকে রাজস্ব আদায় যদি হ্রাস পায় তাহলে কেএমসির (Kolkata Municipal Corporation) উন্নয়নমূলক কাজ প্রভাবিত হবে। কারণ কলকাতার রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক মাসে কয়েক কোটি টাকা খরচ করে কলকাতা পুরসভা। তাই পুর আধিকারিকদের অনুমান, কেএমসির আয় যদি বৃদ্ধি না পায়, তাহলে উন্নয়নমূলক কাজে এর প্রভাব পড়তে শুরু করবে।