বাংলা হান্ট ডেস্কঃ তিন বছর ধরে তদন্তের কূলকিনারা করতে ব্যর্থ! তাই এবার কলকাতা পুলিশের থেকে তদন্তভার কেড়ে নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পুলিশের পরিবর্তে লালবাজারের গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগের হাতে তদন্তভার তুলে দিল উচ্চ আদালত।
কোন মামলায় এই নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)?
জানা যাচ্ছে, ঘটনাটি নারকেলডাঙা থানার। শিয়ালদহ ডিআরএম কোয়ার্টারে থাকেন মামলাকারী বাপ্টু হালদার। ২০২১ সালের অক্টোবর মাসে তাঁর বাড়িতে বিপুল পরিমাণ সোনার গয়না চুরি হয়। প্রায় ২২ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছিল বলে খবর। এই ঘটনার পর কেটে গিয়েছে তিন বছরের অধিক সময়। তবে এখনও অবধি কলকাতা পুলিশ (Kolkata Police) এই গয়না চুরির তদন্তের কূলকিনারা করতে পারেনি।
এই ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। তবে তাতে কোনও সুরাহা না হওয়ায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাপ্টু। এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল আদালত। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে তা লালবাজারের (Lalbazar) গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগের হাতে তুলে দেওয়া হল।
আরও পড়ুনঃ আর কতদিন ফ্রি-তে রেশন দেবে সরকার? জানতে চাইল সুপ্রিম কোর্ট! কী বলল কেন্দ্র
হাইকোর্টে মামলাকারী বাপ্টুর আইনজীবী বলেন, গয়না চুরির এই ঘটনার পর তিন বছর কেটে গিয়েছে। তবে এখনও অবধি এক পয়সার সোনা উদ্ধার করতে ব্যর্থ পুলিশ। শুধু তাই নয়! সন্দেহভাজন হিসেবে পরিচারিকার নাম জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
এই মামলার যাবতীয় নথি দেখার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) পর্যবেক্ষণ, ‘এত বছর কেটে যাওয়ার পরেও এই চুরির কোনও কিনারা করতে পারল না পুলিশ?’ এরপরেই লালবাজারের গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগের হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
জানা যাচ্ছে, মামলাকারী বাপ্টু হালদারের দাবি মেনে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে তা লালবাজারের গোয়েন্দা শাখার অ্যান্টি ডাকাতি বিভাগের হাতে তুলে দেয় হাইকোর্ট (Calcutta High Court)। এখনও অবধি এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে খবর।