বার্ধক্যভাতার টাকা তছরূপ! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট পেশ কলকাতা পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক যেনো কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। রামপুরহাট কাণ্ডের বিতর্ক থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র নেতা গ্রেফতার, এসব একাধিক সংকট মাঝেই আবার খাস কলকাতার বুকে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ। কলকাতা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং এর বিরুদ্ধে বার্ধক্য ভাতার টাকা নিয়ে তছরুপের মামলা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে তার আপাতত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

2016 সালে তৃণমূলের কাউন্সিলর সুমন সিং এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিলো, তিনি মৃত ব্যক্তিদের জীবন্ত দেখিয়ে তাদের বার্ধক্য ভাতার টাকা নিজের ঘরে তুলেছেন। এর পরেই স্থানীয় থানার পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এবং তদন্ত করে পুলিশের কাছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আসে, যা দেখে তারা নিজেরাই অবাক হয়ে যায়। প

রবর্তীকালে সেই রিপোর্ট আদালতে পেশ করার পর এদিন হাইকোর্টের বিচারপতি কলকাতা পুলিশকে তার বিরুদ্ধে চার্জশিট পেশের নির্দেশ দিলেন। ফলে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনাই যে প্রবল, তা স্পষ্ট।

এ বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা, মন্ত্রী এবং একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। এক্ষেত্রে কিছু জন যেমন নিজেদের দোষ স্বীকার করে নেয় আবার কয়েক জনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। ফলে এই সকল দুর্নীতি মাঝে রাজ্য সরকার যে ক্রমশ কোণঠাসা হয়ে পরছে, তা স্পষ্ট। আর এর মাঝেই বর্তমানে তৃণমূল কাউন্সিলরের এহেন কাণ্ডে চাপ আরো বাড়লো শাসকদলের। অবশ্য এ ব্যাপারে আপাতত কোনো প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস দল।


Sayan Das

সম্পর্কিত খবর