এবার কলকাতা থেকে মাত্র ৭ ঘণ্টায় পৌঁছনো যাবে বারাণসী! সামনে এল নতুন এক্সপ্রেসওয়ের রুট

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে সমগ্ৰ দেশজুড়েই এক্সপ্রেসওয়ের (Expressway) নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। মূলত, ভারতমালা প্রকল্পের অধীনে ইতিমধ্যেই দেশের একাধিক বড় শহর এক্সপ্রেসওয়ের মাধ্যমে যুক্ত হয়েছে। এমতাবস্থায়, জানা গিয়েছে, এবার আরেকটি নতুন এক্সপ্রেসওয়ে পেতে চলেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শুধু তাই নয়, এই এক্সপ্রেসওয়ে সংক্রান্ত বিস্তারিত তথ্যও সামনে এসেছে।

জানা গিয়েছে, ২৮,৫০০ কোটি টাকা ব্যয়ে এই এক্সপ্রেসওয়েটি তৈরি করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এটি উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পাশাপাশি, এটির সর্বমোট দৈর্ঘ্য হবে ৫৯৩ কিলোমিটার। প্রসঙ্গত উল্লেখ্য যে, বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরির পর কলকাতা থেকে বারাণসী পর্যন্ত যাত্রা ৭ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হবে। শুধু তাই নয়, এই এক্সপ্রেসওয়েতে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে। এমতাবস্থায়, এই এক্সপ্রেসওয়েতে কোনো চালক যদি একটানা গাড়ি চালিয়ে যান সেক্ষেত্রে ৬ ঘণ্টার মধ্যেই এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবেন তিনি।

   

মূলত, এই এক্সপ্রেসওয়ের প্রস্থ হবে প্রায় ১০০ মিটার। পাশাপাশি, এটি একটি ৮-লেনের এক্সপ্রেসওয়ে হবে। অর্থাৎ, সেখানে সাধারণ গাড়িগুলির পাশাপাশি পণ্য পরিবহণেরর জন্য ভারী যানবাহনগুলির চলাচলের ক্ষেত্রেও সুবিধা মিলবে। সর্বোপরি, নতুন এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ থেকে আসা দর্শনার্থীদের বারাণসীতে মন্দির দর্শনের ক্ষেত্রেও সুবিধা হবে। যার ফলে একইসাথে উপকৃত হবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মানুষ। ।

এক্সপ্রেসওয়ের রুট: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েটি বারহুলি গ্রামের বারাণসী রিং রোড থেকে শুরু হবে। বারহুলি গ্রামটি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় অবস্থিত। উত্তরপ্রদেশে বারাণসী-এক্সপ্রেসওয়ের মাত্র ২২ কিলোমিটার তৈরি হবে। এটি চান্দৌলি জেলা থেকে প্রবেশ করবে বিহারে। বিহারের কাইমুর, রোহতাস, ঔরঙ্গাবাদ এবং গয়া জেলা পেরিয়ে এক্সপ্রেসওয়েটি ঝাড়খণ্ডে প্রবেশ করবে। ঝাড়খণ্ডের চাতরা, হাজারিবাগ, রামগড়, পিটারবার এবং বোকারোর মধ্য দিয়ে এটি যাবে। পাশাপাশি, এই এক্সপ্রেসওয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগের মধ্য দিয়ে এসে উলুবেড়িয়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে শেষ হবে। এই এক্সপ্রেসওয়ের অধিকাংশ অংশই (২৪২ কিমি) নির্মিত হবে পশ্চিমবঙ্গে।

varanasi kolkata expressway

ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ৬-লেনের বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য বিডের আমন্ত্রণ জানিয়েছে। ঝাড়খণ্ডে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হল ১৮৭ কিমি। সেখানে এই এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হবে ৮ হাজার কোটি টাকা। ঝাড়খণ্ডে ছয়টি অংশে নির্মাণের জন্য এজেন্সি বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত প্রক্রিয়া শেষ করে দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, এই এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পর্বও শুরু হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর