‘গহরাইয়া’র ট্রেলারে উদ্দাম যৌনতা দীপিকার, প্রাক্তন রণবীরকে টেনে বিষ্ফোরক টুইট কেআরকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য প্রকাশ‍্যে এসেছে ‘গহরাইয়া’র (gehraiyaan) ট্রেলার। দীপিকা পাডুকোন (deepika padukone), সিদ্ধান্ত চতুর্বেদী (siddhant chaturvedi), অনন‍্যা পাণ্ডে অভিনীত ছবিটির টিজারেই চমক মিলেছিল। অপেক্ষা ছিল ট্রেলারের। পরিচালক শকুন বাত্রা প্রাথমিক ভাবে নিরাশ করেননি দর্শকদের। আধুনিকতায় মোড়া কিছু সম্পর্কের জটিলতার গল্প বলবে গহরাইয়া।

প্রায় আড়াই মিনিটের ট্রেলারে বাঁধভাঙা যৌনতায় মেতেছেন দীপিকা সিদ্ধান্ত। সব অভিনেতা অভিনেত্রী, এমনকি অনন‍্যার পারফরম‍্যান্সও প্রশংসা কুড়িয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ছবির ট্রেলার। এর মাঝেই একটি বিতর্কিত টুইট করে চর্চায় উঠে এসেছেন কামাল আর খান (krk)। গহরাইয়ার ট্রেলার দেখে তাঁর রণবীর কাপুরের কথা মনে পড়ে গিয়েছে!


টুইটে তিনি লিখেছেন, ‘রণবীর কাপুর গহরাইয়ার ট্রেলার দেখে নিজেকে নিজেকে বলেছেন হয়তো যে, ধন‍্যবাদ ওপর ওয়ালা! দীপুর সঙ্গে ব্রেকআপ করিয়ে বাঁচিয়ে দিয়েছ! নাহলে আজ এভাবে ভরা বাজারে সম্মান বিক্রি হয়ে যেত।’

বিতর্ক‍র সঙ্গে কেআরকের বহু পুরনো সখ‍্যতা। অভিনেতা অভিনেত্রীদের নিশানা করে প্রায়ই কটাক্ষ ছুঁড়তে দেখা যায় তাঁকে। বেশ কিছুদিন ধরে সলমনকে নিয়ে নাম না করে টুইট করার পর ভোল বদলান কেআরকে। সাফাই দিয়ে তিনি জানান, ভাইজান তাঁর বড় দাদার মতো।

কেআরকে লেখেন, ‘আমি সংবাদ মাধ‍্যমকে অনুরোধ করছি, আমার সব টুইটে সলমন খানের সঙ্গে যোগসূত্র খুঁজবেন না। আমাদের মধ‍্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি আছে, কিন্তু তা সত্ত্বেও উনি আমার বড় দাদা। আমি ওঁর শত্রু নই, ওঁকে ঘৃণাও করি না আর সবকিছু ওঁকে উদ্দেশ‍্য করে টুইটও করি না। আরো অনেক অভিনেতা রয়েছে, আমি তাঁদের ব‍্যাপারে টুইট করি।’

ফেরা যাক গহরাইয়া তে। ট্রেলার দেখে জানা যাচ্ছে, অনন‍্যা ও দীপিকা দুই তুতো বোন। নিজের সঙ্গীকে নিয়ে সুখী নন দীপিকা। সিদ্ধান্ত অনন‍্যার হবু স্বামী। এদিকে দীপিকার সঙ্গে আলাপ হতেই দুজনের মধ‍্যে আকর্ষণ তৈরি হয়। দুটি সমান্তরাল সম্পর্কের টানাপোড়েন, ত্রিকোণ প্রেমের পরিণতি কী হয় তার উত্তর মিলবে ছবিতেই। আগামী ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে গহরাইয়া।

সম্পর্কিত খবর

X