‘অক্ষয়ের শেষের শুরু, ঝাড়ু মেরে যত কোটি কামানো যায় কামিয়ে নিন’, বিতর্ক উসকালেন কেআরকে

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক তৈরিতে কোনো কসুর বাদ রাখেন না কামাল আর খান। সুযোগ পেলেই বলিউডের হেভিওয়েট দের ঠুকে টুইট করতে কেআরকের জুড়ি মেলা ভার। প্রকাশ‍্যে সমালোচনা থেকে প্রশংসা সবই করেন তিনি। তবে প্রশংসার থেকে নিন্দার ভাগটাই বেশি। এর জেরে প্রায়ই আইনি ঝামেলাতেও জড়াতে হয় এই স্বঘোষিত ফিল্ম সমালোচককে।

এবার কেআরকের নিশানায় রয়েছেন অক্ষয় কুমার (akshay kumar)। অবশ‍্য আক্কির তাঁর রাগ নতুন না। বেশ কয়েক বছর ধরে ঠারেঠোরে অভিনেতাকে কটাক্ষ করে আসছেন তিনি। একাধিক বার অক্ষয়ের কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে খোঁচা মেরে টুইট করেছেন কেআরকে। তাঁর দাবি, দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে নিজের ছবি হিট বানান অক্ষয়।

Akshay Kumar ram mandir
এবার কেআরকের বক্তব‍্য, অক্ষয় নাকি তাঁর কেরিয়ারের শেষ ক্ষণে এসে পৌঁছেছেন। তাই যতটা সম্ভব টাকা রোজগার করে নিচ্ছেন। যুক্তি হিসেবে কেআরকের বক্তব‍্য, আগামীর জন‍্য ১০ টি ছবি হাতে রয়েছে অক্ষয়ের। বাকি সব অভিনেতাদের মিলিয়েও ১০ টি ছবি হবে না। এর থেকেই বোঝা যায় কেরিয়ারের শেষ ৫ ওভারে পৌঁছে গিয়েছেন অক্ষয়।

তিনি নিজেও জানেন সেটা। তাই ‘ঝাড়ু মেরে যত কোটি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নাও’। কেআরকের টুইট বরাবরের মতোই বিতর্কের সৃষ্টি করেছে। কয়েকজন সমর্থন করেছেন তাঁর বক্তব‍্যকে। আবার অক্ষয় ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন কেআরকের উপরে। তাঁদের দাবি, নায়ক না হতে পারলেও পরবর্তীকালে বাবার চরিত্রে ঠিকই অভিনয় চালিয়ে যাবেন অক্ষয়।

সম্প্রতি আরিয়ান খান প্রসঙ্গে কেআরকে বলেন, বলিউডে যে যত বেশি পরিচিত তাঁর তত বেশি বন্ধু। কিন্তু আরিয়ান গ্রেফতার হতে হৃতিক রোশন ছাড়া আর কোনো হেভিওয়েট তারকাই মুখ খোলেননি। দেখা যায়নি অক্ষয় কুমার, অজয় দেবগণ, কাজল, বরুণ ধাওয়ান, টুইঙ্কল খান্না, জাভেদ আখতার কাউকেই মুখ খুলতে। কঙ্গনা রানাওয়াত সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু মুখ তো খুলেছেন। এর জন‍্য তাঁর প্রশংসাও করেছেন কেআরকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর