বাংলাহান্ট ডেস্ক: নয় দিন গরাদের পেছনে কাটিয়ে সদ্য মুক্তির হাওয়া পেয়েছেন কামাল আর খান (Kamal R Khan)। দু দুটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। টানা কয়েক দিন ধরে হেনস্থার পর অবশেষে জেলের বাইরে বেরিয়েছেন তিনি। ফিরেছেন টুইটারেও। জেলের বাইরে বেরিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। এবার অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) ধন্যবাদ জানালেন কেআরকে।
দু বছর আগে ইরফান খান এবং ঋষি কাপুরের প্রয়াণের পর তাঁদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে টুইট করেছিলেন কেআরকে। অভিযোগ দায়ের হয়েছিল তখনি। কেআরকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই মামলায় এতদিন পর গ্রেফতার করা হয় তাঁকে। তার কিছুদিন পর ফের দু-তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার হন কেআরকে। তাঁর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক উঠতি মডেল অভিনেত্রী।
বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল কেআরকে কে। কিন্তু অদ্ভূত ভাবে এ ঘটনায় বলিউডের কেউই টুঁ শব্দটা পর্যন্ত করেনি। শুধু কামালের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি দাবি করেছিলেন, বলিউডের বিরুদ্ধে বলার জন্যই শাস্তি ভোগ করছেন কেআরকে।
টুইটে তিনি লিখেছিলেন, ‘সবার সবসময় মনে রাখা উচিত যে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরিশ্রম করে স্ব প্রতিষ্ঠিত কেআরকে। ঈশ্বরের আশীর্বাদ ওঁর সঙ্গে রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সমাজেও তিনি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন।’
https://twitter.com/kamaalrkhan/status/1569195520647888900?t=bzM_WxJfyw7iuzXNsccdgg&s=19
তিনি আরো লেখেন, ‘কেআরকের সবথেকে বড় সম্পত্তি, ওঁর আত্মবিশ্বাস। কোনো ভয় ছাড়াই কথা বলেন তিনি। নিজের মনের কথা বলতে কখনো ভয়ে কাঁপতে দেখা যায় না তাঁকে। অনেকের পছন্দ না হলেও তাঁর তো বাক স্বাধীনতা আছে।’ কেআরকে যাতে দ্রুত সঠিক বিচার পান সেই কামনাও করেছিলেন শত্রুঘ্ন।
গত ৮ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে জামিন পান কেআরকে। দুদিন মুখ বন্ধ রাখলেও তিন দিনের দিন আবারো টুইটারে ফিরেছেন তিনি। শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। যখন কেউ তাঁর পাশে ছিল না তখন শত্রুঘ্ন ছিলেন। কেআরকে লিখেছেন, ‘আপনার সমর্থনের জন্য অনেক ধন্যবাদ শত্রুঘ্ন সিনহা জি। ভালবাসা।’
Media is creating new stories. I am back and safe at my home. I don’t need any revenge from anyone. I have forgotten whatever bad thing happened with me. I believe, it was written in my destiny.
— KRK (@kamaalrkhan) September 11, 2022
জেল থেকে কেআরকে প্রথম টুইটটি করেছিলেন প্রতিশোধ নেওয়া নিয়ে। কিন্তু সম্প্রতি ফের সুর বদলেছেন তিনি। নতুন টুইটে সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে কেআরকের দাবি, কারোর থেকে কোনো প্রতিশোধ নেওয়ার নেই তাঁর। সংবাদ মাধ্যম নাকি গল্প বানাচ্ছে। তাঁর সঙ্গে যা খারাপ হয়েছে সবটাই তিনি ভুলে গিয়েছেন। ভাগ্যে এমনটাই লেখা ছিল বলেই বিশ্বাস কেআরকের।