বাংলাহান্ট ডেস্ক: একদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যখন নতুন নতুন অ্যাওয়ার্ডের ঢল, অন্যদিকে বলিউড তখন বয়কটের (Boycott Bollywood) ডাকে জেরবার। নতুন সিনেমা হোক বা গান, কোনো না কোনো কারণ দেখিয়ে বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনদের একাংশ। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন প্রখ্যাত গায়ক কুমার শানু (Kumar Shanu)। নিজের ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়ে তোপ দাগলেন বয়কটকারীদের উদ্দেশে।
করোনা পর্বের সময়ে সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু, বলিউড তারকাদের মাদকযোগের মতো একাধিক ঘটনার জেরে এই ইন্ডাস্ট্রির প্রতি মনটা বিষিয়ে গিয়েছে অনেকেরই। প্রথমে তারকা সন্তানদের আর এখন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সিনেমাও বয়কটের ডাক তুলছেন নেটনাগরিকরা।
আপাতত সোশ্যাল মিডিয়া জুড়ে ‘বয়কট পাঠান’ এবং ‘বয়কট বলিউড’ হ্যাশট্যাগের রমরমা। বিষয়টা নিয়ে সম্প্রতি কুমার শানুকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, ‘বয়কট বলিউড বলে কোনো কথা হয়না। যারা এসব বলে তারাই বাড়ি গিয়ে হিন্দি গান শোনে আর সিনেমা দেখে। এসব কথার তাই কোনো মানেই নেই।’
প্রসঙ্গত, শাহরুখের বহু ছবিতেই প্লেব্যাক সিঙ্গিং করেছেন কুমার শানু। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, পরদেশ, করণ অর্জুন, বাজিগর, রাজু বন গয়া জেন্টলম্যান, কভি হাঁ কভি না এর মতো ছবিতে বহু সুপারহিট গান গেয়েছেন তিনি।
এখনো একই রকম ভাবে গান গেয়ে চলেছেন কুমার শানু। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পীদের সঙ্গে গলা মেলাতেও কোনো কুণ্ঠাবোধ নেই তাঁর। সম্প্রতি কলকাতায় এসে একটি গান রেকর্ড করলেন কুমার শানু। ‘একলা একা মনের সাথে’ গানটির কথা এবং সুর দিয়েছেন পল্লব গৌতম।
নবাগতা শিল্পী মোনালিসা মুখোপাধ্যায়ের সঙ্গে গানটি গেয়েছেন কুমার শানু। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, কেরিয়ারের শুরুতে ঊষা উত্থুপ ছাড়া আর কারোর সাহায্য পাননি। তাই এখন নতুনদের পাশে দাঁড়াতে চান কুমার শানু। তাদের লড়াইয়ে সঙ্গে থাকতে চান।