মুক্ত ‘নিয়োগ দুর্নীতির’ কুন্তল ঘোষ, জেল থেকে কে নিয়ে গেল প্রাক্তন তৃণমূল নেতাকে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় হয়েছিলেন গ্রেফতার। দীর্ঘ ২২ মাস পর জেল ছেড়ে বাড়ি ফিরলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন কুন্তল। শনিবার বিকেলে প্রেসিডেন্সি জেল থেকে বেরোন প্রাক্তন তৃণমূলের এই নেতা। তাকে জেল থেকে নিয়ে যান তার স্ত্রী।

গত ২০ নভেম্বর কুন্তলকে ইডির করা মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। দু’দিন আগেই সিবিআইয়ের করা মামলাতেও কুন্তল শর্তসাপেক্ষ মুক্তি পায় সুপ্রিম কোর্ট থেকে। ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তৎকালীন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। পরে তাকে দল ‘ত্যাগ’ করে। পরে গত বছরই ফেব্রুয়ারিতে কুন্তলকে গ্রেপ্তার করে সিবিআই।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত বলে কুন্তলকে চিহ্নিত করেছেছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে তার বিরুদ্ধে একাধিক তথ্যও মেলে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ছিল কুন্তলের বিরুদ্ধে। ছিল হিসাব-বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও।

গত বছর জানুয়ারিতে কুন্তলের ২টি ফ্ল্যাটে দিনভর তল্লাশির পর তাকে গ্রেফতার করেছিল ইডি। এই একই মামলায় পরে কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। কুন্তলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি। টেটের ক্ষেত্রে ভুয়ো ওয়েবসাইট বানানো, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা বিপুল টাকা তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

recruitment scam

আরও পড়ুন: ‘জানুয়ারির ২ তারিখে..,’ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে বড় আপডেট

আদালতে কুন্তলের জামিনের বিরোধিতা করে সিবিআই দাবি করে, মামলার তদন্ত চলছে। এই সময়ে অভিযুক্ত ছাড়া পেলে প্রমাণ নষ্টের আশঙ্কা থাকবে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তিতে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। কুন্তলকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে শীর্ষ আদালত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X