বাংলাহান্ট ডেস্ক : লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় নাম। বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে বেশ কিছু ছবির সুপারহিট গান জায়গা পেয়েছে তাঁর কণ্ঠে। শুধু গান নয়, স্পষ্টবাদী হিসেবেও পরিচিতি পেয়েছেন লগ্নজিতা (Lagnajita Chakraborty)। সাম্প্রতিক আরজিকর কাণ্ডে তাঁকে সরব হতে দেখা গিয়েছে একাধিক বার। এবার নিজের কেরিয়ারে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা প্রকাশ করলেন লগ্নজিতা।
হৃতিকের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ লগ্নজিতার (Lagnajita Chakraborty)
যাঁরা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের কথায় বারবার উঠে এসেছে কাস্টিং কাউচ এর প্রসঙ্গ। বলিউড থেকে টলিউড, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তুলকালাম হয়েছে কাস্টিং কাউচ বিতর্ক নিয়ে। এবার এই বিতর্কিত কাস্টিং কাউচের কথাই শোনা গেল লগ্নজিতার (Lagnajita Chakraborty) মুখে। তবে টলিউডের কারোর বিরুদ্ধে নয়, সঙ্গীতশিল্পী আঙুল তুললেন বলিউডের দিকে। বলিউডের খ্যাতনামা অভিনেতা হৃতিক রোশনের পরিবারের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ এনেছেন লগ্নজিতা। হৃতিকের কাকা সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের বিরুদ্ধে আপত্তিকর ভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন তিনি। কী জানিয়েছেন লগ্নজিতা (Lagnajita Chakraborty)?
কার বিরুদ্ধে অভিযোগ আনলেন গায়িকা: এক পডকাস্টে লগ্নজিতা (Lagnajita Chakraborty) বলেন, “এমন একটা নাম বলছি, যাঁকে সবাই চেনেন। তবে তাতে কারোর কিছু যায় আসে না। তিনি স্বয়ং হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন।” সঙ্গীতশিল্পী এরপর জানান, তিনি যখন মুম্বইতে থাকতেন, তখন তাঁকে সান্তাক্রুজে ডেকে পাঠিয়েছিলেন রাজেশ রোশন। ততদিনে বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়ে ফেলেছিলেন লগ্নজিতা (Lagnajita Chakraborty)। একটি মিউজিক রুমে নিয়ে গিয়ে তাঁকে গান শোনাতে বলেছিলেন রাজেশ। কিন্তু তারপরেই যা ঘটে তা ভাবতে পারেননি লগ্নজিতা।
আরো পড়ুন : ফের TRP শীর্ষে ‘গীতা LLB’, টানা জয়ের নেপথ্যে কী রহস্য? ফাঁস করলেন হিয়া
যৌন হেনস্থার শিকার লগ্নজিতা: গায়িকা বলেন, “আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমার পরিস্কার মনে আছে, উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিলেন। আমিও দেখতে পাচ্ছি উনি আসছেন। আমিও ভাবছি, আসুন, দেখি কতটা আসেন আর কতটা কী করেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই, ক্যামেরার সামনে কথাটা বলতে আমারই খারাপ লাগছে… উনি হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলেন!”
আরো পড়ুন : ডাক্তার বাতিল, এবার বলিউডের লেখকের সঙ্গে প্রেম, চলতি বছরেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সারছেন ঋতাভরী!
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এক পক্ষ লগ্নজিতার (Lagnajita Chakraborty) পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন এহেন হেনস্থার বিরুদ্ধে। আরেক পক্ষ গায়িকাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কেন এতদিন পর মুখ খুললেন তিনি? ওই ঘটনার পর তিনি কী করেছিলেন? এমন প্রশ্নের পাশাপাশি কয়েকজন এমন অভিযোগও করেছেন, ‘কাজ পাওয়ার জন্য’ নাকি এতদিন মুখ বুজে ছিলেন লগ্নজিতা! তবে কোনো কমেন্টের উত্তর গায়িকা দেননি।
View this post on Instagram