অবাধ্য সন্তানকে কড়া শাসনে ট্রাফিক আইন শেখালেন মা চিতা, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ  করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা।

তবে এবার যে প্রাণীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নরখাদক বলে তার দুর্নাম দীর্ঘদিনের। ভিডিওতে দেখা যাচ্ছে, মা চিতা জঙ্গলের বাইরে রাস্তা পার হচ্ছে তার শাবকদের নিয়ে। প্রথম শাবকটি তার মাকে অনুসরণ করে এবং রাস্তার অন্যদিকে পৌঁছে যায়।

PicsArt 04 23 06.53.00

কিন্তু, দ্বিতীয় শাবক রাস্তায় বসে পড়ে এবং তারপরে আরামে গর্জন করে। অবশেষে, মা চিতাবাঘ ফিরে আসে বাচ্চাটিকে ঘাড়ে ধরে রাস্তা পার করায়। ভিডিও দেখে মায়ের তার অবাধ্য সন্তানকে শাসনের কথা মনে পড়ে গেছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B_PZ8qhBeO6/?igshid=sz68rf177sni

কিছুদিন আগেই, বন্যপ্রাণীর নির্ভয়ে বিচরণের আরো একটি ভিডিও সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে, যেখানে পথ আটকে আয়েস করছেন বাঘেরা। সাতপুরায় বনের ধারে দেখা গিয়েছে এই দৃশ্য। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রবীন্দ্র মনি ত্রিপাঠী এই ভিডিওটি তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করার সাথে সাথেই হয়ে যায় ভাইরাল। ক্যাপশনে তিনি লিখেছেন, Great family affair ( দুর্দান্ত পারিবারিক বিষয়)

সম্পর্কিত খবর