বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশে আসছেন মেসি? হ্যাঁ, এমন সম্ভবও নাই এবার প্রবল ভাবে দেখা যাচ্ছে। এরা প্রায় দশ বছর আগে ভারতে ঘুরে গিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে তার নেতৃত্বে একটা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবারও বাংলাদেশের মাটিতে একটি প্রতি ম্যাচ খেলার কথা ভাবছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে বাংলাদেশের মাটিতে পা রাখবে বিশ্বজয়ী আর্জেন্টিনা দল। সেই ঘটনাকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজিত সেই দেশের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আপাতত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের আলোচনা চলছে। যাবতীয় টার্মস এন্ড কন্ডিশনে দুই পক্ষ একমত হলেই ব্যাপারটি চূড়ান্ত হয়ে যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান কাজী সালাউদ্দিন সেখানকার সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “আর্জেন্টিনা সফর প্রায় চূড়ান্ত। শেষ খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে যা নিয়ে দুই পক্ষ একমত হলেই মেসিদের সফরকে সবুজ সংকেত দেওয়া হবে। জুন মাসেই যে তাদের আসার কথা চলছে সেই নিয়ে কোন সন্দেহ নেই।”
কিন্তু বাংলাদেশের সেরা স্টেডিয়াম বঙ্গবন্ধুর অবস্থা অত্যন্ত খারাপ। এই স্টেডিয়ামকে কেন্দ্র করে চলছে সংস্কারের কাজ। কিন্তু তিনি জানিয়েছেন যে ওই স্টেডিয়ামেই আর্জেন্টিনার ম্যাচ আয়োজিত হবে। যুদ্ধকালীন প্রস্তুতিতে শেষ হবে সংস্কারের কাজ। বিশাল অংকের টাকা খরচ করে এই ব্যাপারটিকে বাস্তবে পরিণত করা হবে।
কিন্তু মেসিরা ওই দেশে এসে কাদের বিরুদ্ধে খেলবেন। সেই ব্যাপারে অবশ্য এখনো চুড়ান্ত খবর পাওয়া যায়নি। আর্জেন্টাইন কোচ লিওনেলসকালোনি সকলের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন এবং কয়েকটি দেশের নাম প্রস্তাব পাঠাবেন। তাদের সঙ্গে তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কথা বলে দেখবে।