ডাবের জল খাওয়ার জন‍্য লাফঝাঁপ জুড়ল বাঁদরছানা, দেখুন ভাইরাল ভিডিয়ো

বাংলাহান্ট ডেস্ক: বাঁদর বলে কি শখ আহ্লাদ থাকতে নেই? অবশ‍্যই আছে। ওদেরও ইচ্ছা হতেই পারে ভাল ভাল খাবার খাওয়ার, জামা কাপড় পরে ফিটফাট কেতাদুরস্ত হওয়ার। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এমন আবার হয় নাকি! তাহলে পরিচয় করুন এই ছোট্ট বাঁদরছানার সঙ্গে। এই খুদের কাণ্ডকারখানা দেখে আপনা থেকেই মুখ হাঁ হয়ে যাবে।
একটি ইউটিউব চ‍্যানেল থেকে প্রকাশ করা হয়েছে এই ভিডিয়ো। এই বাঁদর ছানা আসলে পোষা। তবে শিকলে বাঁধা পড়েনি সে। বরং বাড়ির সদস‍্যের মতোই দিব‍্যি সুন্দর জামা পরে ঘুরে বেড়াচ্ছে। আবার একটা ডায়াপারও পরানো হয়েছে তাকে। আসলে ছোট তো। বোঝা যায় যে বেশ খাতির যত্নেই দিন কটে তার। তা এই খুদে হঠাৎ লাফালাফি শুরু করে দিয়েছেন। তার দাবি ডাবের জল খেতে দিতে হবে তাকে।

https://youtu.be/p_vSrIq1yfQ

আসলে এক ব‍্যক্তি, সম্ভবত এই ছানার মালিক ডাব কাটছেন বসে। তাই এই খুদেরও ইচ্ছা হয়েছে ডাবের জল খাওয়ার। যতক্ষন না পাচ্ছে ততক্ষন লাফঝাঁক, কিঁচকিঁচ করে রীতিমতো তান্ডব করে গেল সে। এমনকি জল খাবার জন‍্য কোত্থেকে একটা ফিডিং বোতলও জোগার করে এনেছে। অবশেষে তার প্রত‍্যাশা পূরন হল। ডাবের জল খেয়ে তবে সে শান্ত হল। অবশ‍্য তার লোভ শুধু জলের দিকেই। মালিক খেলেও ডাবের শাঁষের দিকে আর হাত বাড়াল না বাঁদর ছানা। বলা বাহুল‍্য প্রকাশ‍্যে আসতেই হু হু করে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

maxresdefault 1 24
চারিদিকে পশুপ্রেমীদের হাজারো প্রতিবাদ সত্ত্বেও এখনও মাঝে মাঝেই দেখা মেলে বাঁদর খেলার। তাদের গলায় শিকল দিয়ে নাচ দেখিয়ে টাকা আদায় করে কিছু মানুষ। কারন বাঁদর মানুষের কথা শোনে। এই একই কারনে সিনেমাতেও বাঁদর ও কুকুরের ব‍্যবহার বেশি দেখা যায়। এইসবের মাঝে এই ভাইরাল ভিডিয়ো সবার মুখে হাসি এনে দিতে বাধ‍্য।


Niranjana Nag

সম্পর্কিত খবর