জোট দেবে মাত? বাংলায় কত শতাংশ ভোট পকেটে পুরবে বাম-কংগ্রেস? সমীক্ষায় চমকপ্রদ রিপোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোটকে (Loksabha Vote) পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সকলে। গত বছর থেকে বিরোধী ‘মহাজোট’ ইন্ডিয়া নিয়ে বেশ মাতামাতি চললেও আপাতত তাদের ফিউচার অনিশ্চিতই বলা যেতে পারে। কংগ্রেসের সাথে বাংলায় জোটে সাফ না জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। তবে এ রাজ্যে কংগ্রেস-সিপিএম কী অবস্থায় থাকবে? জোটসঙ্গী হিসেবে বাংলায় কংগ্রেস-সিপিএম (Congress-CPM) একসঙ্গে লড়লে কি খেলা হবে? ভোটের ময়দানে হাত-হাতুড়ি মিলে কী মাত দিতে পারবে অন্যদের? কী বলছে সমীক্ষার ফল (Opinion Poll)?

ভোটের আবহে কোন দলের পায়ের তলার মাটিতে কতটা জোর তা মাপতে একাধিক সমীক্ষা সামনে আসছে। অধিকাংশ সমীক্ষাই বলছে বাংলায় আসন বাড়বে বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গে ভোটের হার বাড়াবে গেরুয়া শিবির। আবার কিছু কিছু জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এ বারেও বিরোধীদের টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। তবে কংগ্রেস-CPIM জোটে লড়লে কেমন ফল করবে? এবার এই নিয়ে সামনে এল মাথা ঘুরিয়ে দেওয়া সমীক্ষার হিসেব।

দ্য ফেডেরাল থালাইমুরাই অ্যাপ্ট ২০২৪-এর জনমত সমীক্ষা অনুযায়ী, এবার লোকসভায় বাংলাতে বাজিমাত করবে বিজেপি। ভোটের হারের নিরিখে এ রাজ্যে সবচেয়ে এগিয়ে থাকবে শুভেন্দু-সুকান্তদের দল। পদ্ম শিবিরের ঝুলিতে আসতে পারে ৪১.৭৮ শতাংশ ভোট। সেখানে বেশ কিছুটা পিছিয়ে পড়বে মমতা-অভিষেকের তৃণমূল।

জনমত সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের ঝুলিতে যেতে পারে ৩১.৮৬ শতাংশ ভোট। অর্থাৎ BJP-র থেকে প্রায় ১০ শতাংশ কম ভোট পেতে পারে তৃণমূল। এমনটাই জানাচ্ছে জনমত সমীক্ষার রিপোর্ট। ২০২৪ এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি পেতে পারে ২৯টি আসন। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস পেতে পারে মাত্র ১৩টি আসন।

cpm congress

আরও পড়ুন: ‘মমতা আর দিদি নেই, উনি এখন হয়ে গিয়েছেন…’, হঠাৎ একি বললেন শুভেন্দু! শোরগোল বাংলায়

এবার আসি বাম-কংগ্রেস জোটের দিকে। দ্য ফেডেরাল থালাইমুরাই অ্যাপ্ট ২০২৪ সমীক্ষার রিপোর্ট বলছে, এবারেও ঝুলি ফাঁকা থাকবে কংগ্রেস এবং CPIM-এর। ২০১৯ সালে দু’টি আসন ছিল হাত শিবিরের। তবে এবারে মুখ থুবড়ে পড়তে চলেছে হাত শিবির। জোটসঙ্গী বামেদের মতোই খালি হাতে ফিরতে হবে তাদের। পাশাপাশি দুই দলের ক্ষেত্রেই কমবে ভোটের হারও। কংগ্রেসের ভোটের হার কমবে এক শতাংশ। সিপিএম এর ভোটের হার কমতে পারে ৪ শতাংশ। অর্থ্যাৎ কোনও ম্যাজিক তো নয়ই উল্টে আরও শোচনীয় অবস্থা হতে পারে হাত-হাতুড়ি জোটের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর