‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড এন্টারটেনমেন্ট’, প্রেমের মোড়কে রহস্যের জাল বুনছে ‘লভ আজ কাল পরশু’

বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ভালবাসার মাস। বাংলা ক্যালেন্ডার বলছে বসন্ত আসতে এখনও বাকি আর কয়েকটা দিন। কিন্তু বাঙালির বসন্ত শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গেই। আবহাওয়াও বলছে তেমনটাই। মাঝে কয়েকদিন বৃষ্টির ভ্রূকুটি থাকলেও এখনও বেশ রোদ ঝলমলে আকাশ, হালকা শীত, বসন্তের আগামনবার্তা। আর এমন সময়ে সেলুলয়েডের পর্দাতেও যে প্রেমের রঙ লাগবে না তা কি সম্ভব?  বলিউড থেকে টলিউড মুক্তির অপেক্ষায় রয়েছে একের পর এক প্রেমের ছবি। বলিউডে যেমন রয়েছে ‘লভ আজ কাল’ তেমনই টলিউডও পিছিয়ে নেই। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘লভ আজ কাল পরশু’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারই ট্রেলার।

555

প্রথমে ছবির টিজার দেখে নিখাদ প্রেমের গল্প মনে হলেও খটকা ঠিকই রয়ে গিয়েছিল কোথাও একটা। ট্রেলারেই সেই বিষয়টা আরও কিছুটা প্রকাশ্যে এল। প্রেম অবশ্যই রয়েছে এই ছবিতে। তাও আবার উথাল পাথাল প্রেম। কিন্তু তারই সঙ্গে দানা বেঁধেছে রহস্য। যার আভাস ট্রেলারে দিলেও পুরোটা ঝেড়ে কাশেননি পরিচালক প্রীতম ডি গুপ্তা।

কখনও অভিষেক-তাপসী, কখনও অভিরূপ-তৃপ্তি আবার কখনও তৃণা-অভিজিত, এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন নামে প্রেমে পড়েছেন অর্জুন ও মধুমিতা। ছবিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম। মূলত তাঁকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য। একটি দৃশ্যে পাওলিকে বলতে শোনা গিয়েছে, ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড এন্টারটেনমেন্ট’। রয়েছেন অনিন্দিতা বোসও।

5466

ছোট পর্দা ও বড়পর্দা দুজায়গাতেই বারে বারে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন অর্জুন চক্রবর্তী। অপরদিকে এই প্রথমবার বড়পর্দায় পা রাখতে চলেছেন মধুমিতা। ছোট পর্দায় তিনি বেশ জনপ্রিয় অভিনেত্রী। সেই জায়গাটা ছবিতেও বজায় রাখতে পারবেন কিনা সেটা শুধুমাত্র সময়ই বলবে। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘লভ আজ কাল পরশু’।

Niranjana Nag

সম্পর্কিত খবর