বাংলাহান্ট ডেস্ক : আরো একবার দাম কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের? এখন সবার মনেই এই প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। আমাদের দেশের অধিকাংশ বাড়িতেই রান্নার জন্য ব্যবহার করা হয় এলপিজি সিলিন্ডার। পুরনো উনুন, কেরোসিন তেলের স্টোভের বদলে এখন ধীরে ধীরে মানুষ এলপিজি সিলিন্ডার (Liquified Petroleum Gas) ব্যবহার করছেন।
উৎসবের আগে মোদি সরকার বড় উপহার দিয়েছে এলপিজি ব্যবহারকারীদের। কিছুদিন আগেই এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা দাম কমিয়েছে মোদি সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সবাই। বর্তমানে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা দিল্লিতে।
আরোও পড়ুন : চুল খুলে নাগরদোলায় বসাই হল কাল, যুবতীর চিৎকারে কেঁপে উঠল মেলা! আঁতকে ওঠার মতো ঘটনা
অক্টোবর থেকে উৎসবের মরশুম শুরু হবে গোটা দেশে। এমন অবস্থায় এলপিজি সিলিন্ডারের ব্যবহারও বৃদ্ধি পাবে। নিয়ম মতো আগামী ১লা অক্টোবর আপডেট করা হবে এলপিজি সিলিন্ডারের গ্যাসের দামে। সেই আপডেটে এলপিজি সিলিন্ডারের গ্যাসের দামে পরিবর্তন আসতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে সবাই।
অনেকেই আশা করছেন হয়ত উৎসবের মরশুমে ফের একবার সিলিন্ডারের দাম কমাতে পারে কেন্দ্রীয় সরকার। আইওসির (IOC) ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ৯০১ টাকা ছিল ভর্তুকিবিহীন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। ১লা অক্টোবর দাম আপডেট করার সময় এলপিজি সিলিন্ডারের মূল্য ২১ টাকা হ্রাস পায়।