বাংলা হান্ট ডেস্কঃ মন খারাপ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। সর্বদা চনমনে থাকলেও বর্তমানে অভিমান দেখা দিয়েছে প্রতিটি ছত্রে। কারণ, রেড রোডের (Red Road) দুর্গাপুজো কার্নিভালে (Durga Puja Carnival) আমন্ত্রণ না পাওয়া। এমনকি বিশ্ববাংলা সম্মানটুকু পায়নি তাঁর পুজো কমিটি। ফলে সব মিলিয়ে এদিন ক্ষোভ উগড়ে দিলেন কামারহাটির বিধায়ক।
উল্লেখ্য, দুর্গাপুজোর সমাপ্তি হওয়ার ঠিক তিন দিনের মাথায় গতকাল কলকাতার মোট ৯৫ টি পুজো কমিটিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় কার্নিভাল অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অসংখ্য দর্শনার্থী, বিদেশি পর্যটক, টলিউড কলাকুশলী এবং একাধিক নেতা মন্ত্রীদের দেখা যায়। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মদন মিত্র। এই নিয়েই এদিন অভিমানের সুর ধরা দিয়েছে তাঁর গলায়।
বিতর্কিত মন্তব্য কিংবা রঙিন জীবনযাপন, সর্বদাই খবরের শিরোনামে থাকেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে গতকাল কার্নিভালের অনুষ্ঠানে দেখা মেলেনি তাঁর। এমনকি, মদনের পুজো কমিটি ‘ভবানীপুর অগ্রদূত সংঘ’ পর্যন্ত জায়গা পায়নি অনুষ্ঠানে। সেই সকল ইস্যুকে সামনে এলে এদিন মদনবাবু বলেন, “নেমন্তন্ন যদি না মেলে, তাহলে সবার খারাপ লাগে। তবে আমাকে বুঝতে হবে, নেমন্তন্ন পাওয়ার মতো স্থানে রয়েছে কিনা কিংবা সেই যোগ্যতা কি আছে?”
পরবর্তীতে তিনি বলেন, “আমার প্যান্ডেল ভাঙা। প্রত্যেকবার ৪০ টি করে পুরস্কার পাই। তাও কার্নিভালের জন্য ডাকা হয়নি। মাপকাঠি অনুযায়ী আমাদের পুজো কমিটির স্থান হয়নি।” উল্লেখ্য, এ বছর পুরশ্রী, বিশ্ববাংলা সম্মান না পাওয়ার পাশাপাশি কার্নিভালে পর্যন্ত ডাকা হয়নি তাদের। স্বাভাবিকভাবেই মন খারাপ। কার্নিভালে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী উপস্থিত থাকলেও তাঁকে কেন ডাকা হলো না, এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “টলিউডের অনেকেই উপস্থিত ছিলেন কার্নিভালে। সেখানে হয়তো ঠিক হবে না আমার থাকা। তাই হয়তো আমন্ত্রণ পাইনি। এ বছর টেমসের পাশে কার্নিভালে আমন্ত্রণ পেলেও যাচ্ছি না।”
মদনবাবুর এহেন বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “মদন মিত্র দলের অন্দরে এসব কথা বলতে পারতেন। প্রকাশ্যে বলা উচিত নয়। তাছাড়া কোন কমিটি পুরস্কার পাবে, তা স্থির করার জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে। এই অনুযায়ী পুরস্কার দেওয়া হয়। এই নিয়ে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা অর্থহীন।”
আবার অপরদিকে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “মদন মিত্র নিজেই একজন কার্নিভাল। ওনার মুখে এসব কথাবার্তা শুনে আমি অবাক।”