ভয় ছিল প্রথম হতে পারবে না, পরিবারের সম্মান বাঁচাতে রেজাল্টের আগেই আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

বাংলাহান্ট ডেস্ক : প্রথম হতে চেয়েছিল। সেই চাওয়াটাই কি কাল হল? নিজেকে বাঁচাতে পারলাম না, সুইসাইড নোট লিখে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। ঘরে ছড়ানো বইপত্র, ব্যাগ, পেন্সিল। টেবিলে থরে থরে বইখাতা সাজানো। বৃষ্টি পোদ্দারের স্বপ্ন থমকে গেল মাঝপথে। মাধ্যমিকের রেজাল্ট বেরনোর আগে আশানুরূপ ফল হবে না ভেবে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর। শোকস্তব্ধ পরিবার। মছলন্দপুরের সাদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, বৃষ্টি পোদ্দার নামে বছর ষোলোর ওই পরীক্ষার্থী মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে বেশ মানসিক চাপে ছিল, তা স্পষ্ট ওই ছাত্রীর সুইসাইড নোটেই। ওই ছাত্রী মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এদিন নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

দেহ উদ্ধারের পর তড়িঘড়ি ওই ছাত্রীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতর দেহের পাশ থেকে উদ্ধার হয় সুইসাইড নোটটি। যাতে দেখা যায় যে লেখা রয়েছে, “আমি প্রথম হতে পারব না। পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায়, তাই নিজেকে আর বাঁচাতে পারলাম না।” ইতিমধ্যেই পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিস।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দুবছর পর এবার অফলাইনে পরীক্ষা হয়েছে। আগামী ২৭ মে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা সংক্রান্ত বৈঠক রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। ওই বৈঠকেই স্থির হবে মাধ্যমিক পরীক্ষার ফল কবে ঘোষণা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর