ভয়াবহ সড়ক দুর্ঘটনা! প্রাণ হারালেন বিজেপি বিধায়কের ছেলে সহ ৭ পড়ুয়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের সেলসুরার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। ওই দুর্ঘটনায় ৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে যে, যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিজয় রাহাংডালের ছেলেও রয়েছেন।

সোমবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রাণ হারানো পড়ুয়ারা ওয়ার্ধার দিকে যাচ্ছিল।

সকলেই সাওয়াঙ্গীর একটি মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। বর্তমানে পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে।

মৃতদের নাম নীরজ চভান, আবিষ্কার রাহাংডালে, নীতেশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল এবং পবন শক্তি। আবিষ্কার রাহাংডালের বাবা বিজয় রাহাংডালে তিরোদা গোরেগাঁও বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক।

X