ভেজা শরীর থেকে গড়িয়ে পড়ছে জল, ছোট্ট বিকিনিতে ছবি শেয়ার করতেই ‘বুড়ি’ বলে ট্রোলড মালাইকা

বাংলাহান্ট ডেস্ক: সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকা অরোরা (malaika arora) ও অর্জুন কাপুর (arjun kapoor)। এই দুই ‘লাভবার্ডস’ যে লকডাউনেও একসঙ্গেই ছিলেন তা সম্প্রতিই স্বীকার করেছেন মালাইকা। ফের একসঙ্গে ভ‍্যাকেশনে পাড়ি দিয়েছেন অর্জুন মালাইকা। গোয়ায় (goa) ভ‍্যাকেশন থেকে বেশ কয়েকটি ছবি (photo) শেয়ার করেছেন মালাইকা।

সবুজ অ্যানিমাল প্রিন্টের বিকিনি পরে ভেজা শরীরে সুইমিং পুলের ধারে পোজ দিয়েছেন মালাইকা। হালকা সবুজ রঙা বিকিনি টপেও ব‍্যালকনিতে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর এই সব ছবিকে ঘিরেই তুমুল ট্রোল হয়েছেন অভিনেত্রী।

Screenshot 2020 12 29 17 42 55 386 com.instagram.android
নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেছেন মালাইকা। আর শেয়ার করা মাত্রই একের পর এক কুৎসিত মন্তব‍্য ধেয়ে এসেছে তাঁর দিকে। মালাইকার পোশাক ও শরীর নিয়ে তো বটেই, তাঁকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ।

https://www.instagram.com/p/CJX6m5EBVgB/?igshid=1vbpegf1hcoov

https://www.instagram.com/p/CJXpLsIB_BH/?igshid=1wfbhbckufuv2

https://www.instagram.com/p/CJViEmEB0x7/?igshid=ha6p80wm6evi

গোয়ায় বোন অমৃতা অরোরার বিলাসবহুল ভিলায় রয়েছেন অর্জুন ও মালাইকা। গোয়ার ক‍্যান্ডোলিম বিচের এই বাড়িতে রয়েছে এক বিশাল সুইমিং পুল। পাঁচটি বেডরুম নিয়ে এই সুবিশাল ভিলাতেই বছরের শেষ দিনগুলি কাটাচ্ছেন অর্জুন ও মালাইকা। সঙ্গে রয়েছেন অমৃতা, তাঁর স্বামী সাকিল লাদাখ ও তাঁদের সন্তানরা।

https://www.instagram.com/p/CJP7Is5BS-2/?igshid=scljmgkjztek

প্রসঙ্গত, গত বছর অর্জুনের জন্মদিনেই সম্পর্কে শিলমোহর দেন মালাইকা। অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। এরপরে আর কখনওই নিজেদের ঘনিষ্ঠতার বিষয়টা লুকিয়ে রাখেননি দুজনে।

https://www.instagram.com/p/CJVFCsBFgxM/?igshid=1125v9dtplqe7

মাঝে মাঝেই দুজনকে প্রকাশ‍্য রাস্তায়, পার্টিতে বা অ্যাওয়ার্ড শোতে দেখা যায়। অর্জুনের থেকে বয়সে ১১ বছরের বড় মালাইকা। এই নিয়ে বহুবার নানা সমালোচনা হলেও বিষয়টাকে কোনওদিনই পাত্তা দেননি তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর