৯ তারিখই বড় পদক্ষেপ মমতার! এবার বিরাট কিছু ঘটতে চলেছে?

বাংলা হান্ট ডেস্কঃ গত প্রায় এক মাস ধরে আর জি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য। কর্মরত অবস্থায় ৩১ বছরের তরুণী চিকিৎসককে নারকীয় খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ। অবশ্যই বাদ যায়নি বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছেন তারা। সব মিলিয়ে চাপ ক্রমশই বাড়ছে সরকারের ওপর। এই আবহেই রাজ্য স্তরে ‘হাইভোল্টেজ’ প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

‘হাইভোল্টেজ’ প্রশাসনিক বৈঠক মমতার ((Mamata Banerjee)

নবান্ন সূত্রে খবর, সোমবার ৯ সেপ্টেম্বর নবান্ন (Nabanna) সভাগৃহে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও সেই বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য, সবকটি দপ্তরের সচিব-সহ বিশেষ সচিব পর্যায়ের সকলেই। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। তাদের সকলকেই সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও জানা গিয়েছে, সোমবারের বৈঠকে সব জেলার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রধান সচিবালয়ের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর জি কর নিয়ে উত্তপ্ত আবহেই সোমবার দুপুর ১টায় এই জরুরি পর্যালচনা বৈঠক হবে।

government of west bengal

আরও পড়ুন: মাসের ১ তারিখে আর মিলবে না বেতন, রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম জারি, মাথায় বাজ

ওদিকে শুক্রবার সুপ্রিম কোর্টে বহু প্রতিক্ষিত আর জি কর মামলার শুনানির কথা থাকলেও তা হয়নি। জানা গিয়েছে প্রধান বিচারপতি অসুস্থ থাকায় সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জানানো হয় সোমবারই ৯ সেপ্টেম্বর শীর্ষ আদালতে আর জি কর মামলা শুনানির জন্য উঠবে। আর সেই দিনই পর্যালোচনা বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর