শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে করোনা ভাইরাস নিয়ে রাজ্যের সকল মানুষকে সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধহায়। “হাত মেলানোর প্রয়োজন নেই, শুভেচ্ছা বিনিময়ে নমস্কার করুন”। এই সময় মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবা উচিত নিজেকে বাচাতে আর সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই তাই করা উচিত। তিনি আরো বলেন “সব মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। যেমন সব মাছ ইলিশ নয়, তেমন সমস্ত সর্দি-কাশিই করোনাভাইরাসের সংক্রমণ নয়”।
এইদিন ‘খেলাশ্রী’ অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়দের রাজ্য সরকারের পক্ষে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি বলেন সরকারি আধিকারিকরা সহযোগিতা না করলে তাকে জানাতে তাহলে তিনি সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন। সামনেই পুরভট আর বাংলা নিজের দখলে করতে মরিয়া মা, মাটি, মানুশ।আর এই দলে আবার নাম লিখিয়েছে বিজেপিও। বিজেপিও কম যাচ্ছে না সেও সমান তালে টক্কর দিচ্ছে মমতাকে। রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, ‘রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পে বাংলার ক্লাবগুলো অংশ নিতে পারে। যেমন, সবুজায়ন প্রকল্পে রাজ্য সরকারের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সেই কর্মসূচিতে শামিল হতে পারে ক্লাবগুলো। যেসব ক্লাব এতে আগ্রহী তারা জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
বিভিন্ন ক্লাবকে ৩ লক্ষ টাকা করে করে দেওয়া হবে খেলার সরঞ্জাম কেনার জন্য। এর আগেও অনেক বার সরকারী কর্মচারীদের তিনি বাক্যবানে বিধেছেন। তিনি বলেছেন যদি কেউ নিজের কাজ না করেন বা সাহায্যে এগিয়ে না আসেন সেই ক্ষেত্রে তিনি কড়া পদক্ষেপ নেবেন।
এবার দেখার সাম্নের ভোটে কি হয়।