DVC-র থেকে ক্ষতিপূরণ চাইব, হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর বললেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ গতকালই আসানসোল, বাঁকুড়ায় বন্যার জল ঢোকা নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি সরাসরি ডিভিসির দিকে আঙুল তুলে বলেছিলেন, রাজ্যকে না জানিয়েই জল ছাড়া জয়েছে। পুজোর আগে এভাবে এই কাজ করা উচিৎ হয়নি। এটা ম্যানমেড বন্যা। তিনি বলেছিলেন, আমাদের আগে জানালে আমরা অন্তত সাধারণ মানুষগুলিকে সরানোর সুযোগ পেতাম। এভাবে তো মানুষ ঘুমের মধ্যেই মারা যাবে।

গতকালের এই মন্তব্যের পর শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকাগুলির পরিদর্শনে জান। আরামবাগে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে ডিভিসির থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।

   

মুখ্যমন্ত্রী বলেন, বছরে চার বার জল ছাড়বে ডিভিসি আর তাঁর জন্য আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। এরকম হতে পারে না। দরকারে ডিভিসির থেকেই ক্ষতিপূরণ চাইব। মুখ্যমন্ত্রী বলেন, সাড়ে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, তাঁর আগে রাজ্যকে একবারও জানানো হয়নি। আমরা চিঠি পাঠিয়ে এই নিয়ে যা লেখার লিখব।

শনিবার হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে করে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি আরামবাগে গিয়ে নামেন। আরামবাগ থেকে তিনি সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে মুখ্যসচিবের সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই ঠিক হবে যে, রাজ্য ডিভিসির থেকে ক্ষতিপূরণ চাইবে কী না।

উল্লেখ্য, পুজোর মুখে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি আর ঝাড়খণ্ডকে দুষেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ঝাড়খণ্ড আর বিহারে বৃষ্টি হওয়ার কারণে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে আর সেই জল ছাড়ার আগে আমাদের জানানো হয়নি। অন্যদিকে ডিভিসির সূত্র জানিয়েছে যে, তাঁরা রাজ্যকে না বলে জল ছাড়েনি। এছাড়াও ডিভিসির কমিটিতে রাজ্যের সদস্যও হয়েছেন, তাই রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার কোনও প্রশ্নই আসেনা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর