দুঃসংবাদ! ১,২ দিন নয়, টাকা এত তারিখ পর্যন্ত চলবে না দীঘার ট্রেন, ঘুরতে যাওয়ার আগে দশবার ভাবুন

   

বাংলাহান্ট ডেস্ক : দীঘা (Digha) যাওয়ার প্ল্যান থাকলে আজই তা বাতিল করুন। কারণ দীঘাগামী ১৬৬ টি লোকাল ট্রেন এবং ৬৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। রেলের কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেনগুলি, খবর রিল সূত্রে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের আন্দুল স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এই দশ দিন ধরে ১০০ টিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস বাতিল করেছে রেল।

রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে, রেলের নন ইন্টারলকিং এর কাজের জন্য ১৬৬ টি লোকাল ট্রেন সহ বাতিল করা হয়েছে হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়া ৬৪ টি এক্সপ্রেস ট্রেন। আর এই ব্যস্ততম রুটের এতগুলি ট্রেন বাতিল থাকার কারণে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মহা সমস্যায় পড়তে হবে, একথা বলাই যায়।

আরোও পড়ুন : হাতে আছে আর মাত্র ১২ দিন! যে কোন মুহুর্তেই বন্ধ হবে PNB’র অ্যাকাউন্ট, মাথায় রাখুন এই বিষয়টি

ট্রেন (Trains) বাতিলের পাশাপাশি ১১ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের। আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেসের। হাওড়া থেকে দীঘা যেতে গেলে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে যেতে হয়। তাই দীঘা গামী ট্রেনগুলিকে যাতায়াত করতে হয় দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনের ওপর দিয়ে। দিঘা যাবার ট্রেন বাতিল করে দেওয়ার কারণে,টানা ১০ দিন দীঘা যাওয়ার প্ল্যান বাতিল করতে হবে।

Trains Cancelled 2

শুধুমাত্র ১৬৬টি লোকাল ট্রেন নয়। বেশ কিছু এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল শতাব্দী এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস ইত্যাদি। শিয়ালদহ স্টেশনে প্লাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য ঠিক একই ভোগান্তির শিকার হতে হয়েছিল ওই রুটের যাত্রীদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর