বিশ্বকাপের আগে বিতর্ক! পাকিস্তানের প্রশংসা করতে গিয়ে ইসলামের প্রচার করলেন অজি কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) খুব একটা ভালো ছন্দে নেই। এশিয়া কাপের মঞ্চে চূড়ান্ত খারাপ পারফরম্যান্স করেছে তারা। তারপর ভারতের মাটিতে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচেহার্ডি ও তারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বিক্রি ভাবে হেরেছে। বিশ্বকাপ (2023 ODI World Cup) শুরু হওয়ার ঠিক আগে বাবর আজমদের এমন ফরম একটু চিন্তায় রাখছে ভক্তদের। কিন্তু সেই দলে পড়েন না প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর ম্যাথু হেডেন (Matthew Hayden)।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান,প্রস্তুতি ম্যাচের ধারাভাষ্যের দায়িত্ব ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন পাকিস্তান দলের মধ্যে এক আশ্চর্য নিয়মানুবর্তিতা রয়েছে এবং এর জন্য তিনি ইসলাম ধর্মকেই দায়ী করছেন।

hayden pak team

 

প্রাক্তন অজি ওপেনার নিজের বক্তব্যে বলেছেন, “তাদের (পাকিস্তানের ক্রিকেটারদের) সকল চালচলন ইসলামের চারপাশে কেন্দ্রীভূত। এটা গোটা দলের মধ্যে একইভাবে রয়েছে। পাকিস্তান দলে জীবনযাপনের পদ্ধতিটি বৃহত্তর শৃঙ্খলার দিকে নির্দেশ দেয় এবং আমি ব্যাপারটার খুব প্রশংসা করি। দিনের শেষে ক্রিকেটও শৃঙ্খলা প্রয়োজন। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, পরিশ্রম করতে হবে এবং সামঞ্জস্য রাখতে হবে সবকিছুতে। এগুলি সেই সমস্ত জিনিস যা ইসলাম সংস্কৃতির মূলকথাও বটে।”

আরও পড়ুন: মাঠে নামলেই রেকর্ড! মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্বকাপে টপকে যাবেন রোহিত শর্মা

তবে তিনি পাকিস্তানের প্রশংসা করলেও ওই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া, পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছিল। শেষ দুই-আড়াই মাসে পাকিস্তান কেবলমাত্র নেপাল এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে। এই পারফরম‍্যান্সকে একেবারেই বিশ্বকাপের জন্য উপযোগী বলা যায় না।

আরও পড়ুন: সুখবর পেলো BCCI! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ভারতের স্বস্তি বাড়িয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তবে আপাতত পাকিস্তান দল রয়েছে খোশমেজাজে। ভারতের আতিথেয়তা রীতিমত উপভোগ করছেন তারা। আজ অধিনায়কদের জন্য আয়োজিত বিশেষ ইভেন্টে এসে সেই কথাই বলে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এছাড়া পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের হায়দারাবাদে থেকে হায়দ্রাবাদের বিরিয়ানি উপভোগ করতে দেখা গিয়েছে। হয়তো নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাত্রা শুরু করতে হবে বলে বেশ কিছুটা নিশ্চিন্ত রয়েছেন বাবররা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর