দাম কমতে চলেছে ওষুধের! ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীদের অবশেষে স্বস্তি

বাংলাহান্ট ডেস্ক : সরকারি তরফে এবার বেশ কিছু ওষুধের (Medicine) দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় এমন ৪১টি ওষুধ ও ৬টি ফর্মুলেশনের দাম বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সরকারের এই সিদ্ধান্তে ফলে নির্দিষ্ট দামের মধ্যে এবার পাওয়া যাবে ডায়াবেটিস, পেইন কিলার, হার্ট, লিভার, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জির প্রতিষেধক।

মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিক ওষুধের দামও রয়েছে এই তালিকায়। ৪১ রকম ওষুধের দাম কমার ফলে বেশ কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল ফার্মাসিইউটিক্যাল প্রাইসিং অথরিটির ১৪৩তম বৈঠকে। NPPA এই মর্মে জারি করেছে একটি গেজেট বিজ্ঞপ্তিও।

আরোও পড়ুন : কলকাতায় এসে গেল BSNL 4G! চাপের মুখে Vi, Jio, Airtel, এই সময়েই মিলবে সার্ভিস

কেন্দ্রীয় সরকারের এই সংস্থা দাম নিয়ন্ত্রণ করে থাকে ওষুধের। যতদিন যাচ্ছে ততই ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভারতে। একটি হিসাব অনুযায়ী, ভারতে এখন ডায়াবেটিস রোগীদের সংখ্যা প্রায় ১০ কোটি। গোটা বিশ্বের মধ্যে ডায়াবেটিক রোগী সবথেকে বেশি রয়েছেন ভারতে। ইনসুলিন সহ অন্যান্য ওষুধের দাম কমানোয় স্বাভাবিকভাবেই স্বস্তি পাবেন অসংখ্য মানুষ।

আরোও পড়ুন : পার্থ-অর্পিতা অতীত! খাস কলকাতায় ফের যখের ধনের হদিস, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

আগের থেকে বেশ কিছুটা সস্তায় পাওয়া যাবে এই ধরনের জীবনদায়ী ওষুধ। এতদিন ভারতের বাজারে বেশ চড়া দামে বিক্রি হত অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিন। তাই রোগীদের চিকিৎসার খরচ বেড়ে যেত  অনেকটাই। বহু ক্ষেত্রেই ওষুধ কিনতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষকে।

234470 medicines

ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি গত ফেব্রুয়ারি মাসেও দাম কমায় কিছু ওষুধের। NPPA দাম হ্রাস করেছিল ডায়াবেটিস এবং হাইপারটেনশন সহ ৬৯টি ওষুধের। NPPA নির্দিষ্ট করে দেয় এই ৬৯টি ওষুধের ফর্মুলেশনের দামও। এবার সরকারের পক্ষ থেকে সুগার, প্রেসার সহ ৪১ রকমের ওষুধের দাম কমানোয় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর